- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরঃ ফিল্ড মার্শাল আল সিসি’র জন্য এর পর কি?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, তাজা খবর, নাগরিক মাধ্যম, নির্বাচন, রাজনীতি, সরকার

মিশরের সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এখন দেশের শীর্ষ সামরিক পদ ফিল্ড মার্শালে উন্নীত হয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মন্সুরের দেওয়া এই পদোন্নতির ঘোষণা সিসির পদ থেকে সরে দাড়ানো এবং এপ্রিলের শেষে নির্ধারিত নির্বাচনে তাঁর প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর পূর্বপ্রস্তুতি কিনা তা স্পষ্ট নয়।

ঘোষণাটি সামাজিক মিডিয়ায় উপহাসের সৃষ্টি করেছে।  

মিশরীয় মোহাম্মদ আল দাহশান বলেছেন [আরবি ভাষায়], সিসি’র এই পদোন্নতির একটি পরিবেশগত সুবিধা রয়েছে:  

এটা বেশ ভাল যে, সিসি এখন একজন ফিল্ড মার্শাল। আমরা মার্শাল এর শাসন উৎখাতের জন্য যে সব ব্যানার এবং স্টিকার ব্যবহার করেছিলাম তা এখন পুনরায় ব্যবহার করতে পারব। এটি পরিবেশের জন্য ভাল। 

সৌদি আরব থেকে ইসাম আল জামিল বলেছেন, এই পদোন্নতি তাকে একজন “বেদখল প্রেসিডেন্ট” হওয়ার প্রস্তাব করছে।   

আল সিসি নিজেকে ফিল্ড মার্শালে উন্নীত করেছেন। চলুন, এবার আমরা তাঁকে একজন বেদখল প্রেসিডেন্ট হিসাবে দেখার প্রত্যাশা করি।  

যদিও মিশরীয় নোহা জায়েদ অন্য ব্যথা বিবেচনা করছেন:

অনেক ব্যথা নিয়েই আমি আল্লাহ্‌র কাছে শুক্রিয়া জানাই যে, আমার ভাই মারা গেছে (এই অত্যাচারীর হাতে নিহত হয়েছে)। তাই যা ঘটছে তাঁকে তা আর দেখতে হচ্ছে না।    

আর জর্ডানের অধিবাসী মোহাম্মদ আল আবেদ কৌতুক করেছেন:

স্বয়ং এতদ্দ্বারা নিজেকে নিজেই একটি পাঁচ তারকা সংস্করণ হিসেবে ঘোষণা করছি।   

আমর হুসেন মতে, এই ঈপ্সিত পদ গ্রহণের ক্ষেত্রে সিসি পঞ্চম ব্যক্তি:  

শুধু মাত্র চার জন জেনারেল সফল মিলিটারি অভিযানের পর ফিল্ড মার্শালে উন্নীত হয়েছেন। তাঁরা হচ্ছেন, তানটায় (উপসাগরীয় যুদ্ধে) গামাসি, আবু গাজালা এবং ইসমাইল (১৯৭৩)।