মিশরের সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এখন দেশের শীর্ষ সামরিক পদ ফিল্ড মার্শালে উন্নীত হয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মন্সুরের দেওয়া এই পদোন্নতির ঘোষণা সিসির পদ থেকে সরে দাড়ানো এবং এপ্রিলের শেষে নির্ধারিত নির্বাচনে তাঁর প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর পূর্বপ্রস্তুতি কিনা তা স্পষ্ট নয়।
ঘোষণাটি সামাজিক মিডিয়ায় উপহাসের সৃষ্টি করেছে।
মিশরীয় মোহাম্মদ আল দাহশান বলেছেন [আরবি ভাষায়], সিসি’র এই পদোন্নতির একটি পরিবেশগত সুবিধা রয়েছে:
كويس ان السيسي أصبح مشير. عشان نعيد إستخدام لافتات و ستيكرات “يسقط حكم المشير” بتاعت السنين اللي فاتت. (إعادة الإستخدام كويسة للبيئة برضه)
— Mohamed El Dahshan (@eldahshan) January 27, 2014
এটা বেশ ভাল যে, সিসি এখন একজন ফিল্ড মার্শাল। আমরা মার্শাল এর শাসন উৎখাতের জন্য যে সব ব্যানার এবং স্টিকার ব্যবহার করেছিলাম তা এখন পুনরায় ব্যবহার করতে পারব। এটি পরিবেশের জন্য ভাল।
সৌদি আরব থেকে ইসাম আল জামিল বলেছেন, এই পদোন্নতি তাকে একজন “বেদখল প্রেসিডেন্ট” হওয়ার প্রস্তাব করছে।
السيسي رقّى نفسه لرتبة مشير. عقبال ما نشوفك رئيس مخلوع أد الدنيا. 🙂
— عصام الزامل (@essamz) January 27, 2014
আল সিসি নিজেকে ফিল্ড মার্শালে উন্নীত করেছেন। চলুন, এবার আমরা তাঁকে একজন বেদখল প্রেসিডেন্ট হিসাবে দেখার প্রত্যাশা করি।
যদিও মিশরীয় নোহা জায়েদ অন্য ব্যথা বিবেচনা করছেন:
و الله انا بكل ألم بحمد ربنا ان اخويا مات ( أتقتل علي يد السفاح ده) عشان ميشوفش الي بيحصل ده..يا بختك يا كريم
— Noha Zayed (@NohaZayed) January 27, 2014
অনেক ব্যথা নিয়েই আমি আল্লাহ্র কাছে শুক্রিয়া জানাই যে, আমার ভাই মারা গেছে (এই অত্যাচারীর হাতে নিহত হয়েছে)। তাই যা ঘটছে তাঁকে তা আর দেখতে হচ্ছে না।
আর জর্ডানের অধিবাসী মোহাম্মদ আল আবেদ কৌতুক করেছেন:
Myself hereby declare myself a 5-star version of myself. #cc#jan25#egypt
— Mohammad Al-Abed (@Aboosh) January 27, 2014
স্বয়ং এতদ্দ্বারা নিজেকে নিজেই একটি পাঁচ তারকা সংস্করণ হিসেবে ঘোষণা করছি।
আমর হুসেন মতে, এই ঈপ্সিত পদ গ্রহণের ক্ষেত্রে সিসি পঞ্চম ব্যক্তি:
Only 4 generals were promoted to Field Marshall after successful Mil operations. Tantawy(Gulf War) Gamasy, Abu Gazala and Ismail (1973)
— Amr M Hussein (@AmrGunner1) January 27, 2014
শুধু মাত্র চার জন জেনারেল সফল মিলিটারি অভিযানের পর ফিল্ড মার্শালে উন্নীত হয়েছেন। তাঁরা হচ্ছেন, তানটায় (উপসাগরীয় যুদ্ধে) গামাসি, আবু গাজালা এবং ইসমাইল (১৯৭৩)।