একনায়ক জেনি আল আবেদিন বেন আলীর উৎখাতের তিন বছর পর নতুন সংবিধান গ্রহণ করায় তিউনিশিয়াকে অভিনন্দন জানিয়েছেন আরব অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ব্লগাররা।
তারা বলেছেন, আরব বসন্তে যোগদানকারী প্রথম দেশটি সঠিক পাথেই রয়েছে।
ইয়েমেনি ব্লগার নুন আরাবিয়া তিউনিশিয়াকে অভিনন্দন জানিয়েছেন:
Majority vote in #Tunisia‘s National Assembly on the constitution. Congrats Tunisia, a step forward & hopeful example for the Arab Spring
— نون عربية (@NoonArabia) January 27, 2014
#তিউনিশিয়ার জাতীয় পরিষদে এই সংবিধানের উপর সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে। তিউনিশিয়াকে অভিনন্দন। আরব বসন্তকে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ও আশাবাদী উদাহরণ।
আলজেরিয়ার মেগারি লারবি প্রস্তাবনাটি অনুসরণ করে বলেছেন:
Happy for Tunisia to have a new constitution. Giant step towards stability. Good luck brothers.
— Megari Larbi (@Larbi71) January 27, 2014
তিউনিশিয়ার নতুন সংবিধান গৃহীত হওয়ার খবরে খুশি লাগছে। স্থিতিশীলতা অর্জনের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। শুভকামনা, ভাইয়েরা আমার।
মিশর থেকে মোহাম্মদ আল দাহসাহান তার নিজের দেশে বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে খেদ প্রকাশ করেছেন:
WE HAVE A CONSTITUTION! Oh, sorry, I'm just celebrating with my #Tunisia friends. The Egyptian constitution is worth less than toilet-paper.
— Mohamed El Dahshan (@eldahshan) January 27, 2014
আমাদের একটি সংবিধান আছে! ওহ, দুঃখিত, আমি শুধু আমার #তিউনিশিয়ার বন্ধুদের সাথে উদযাপন করছি। মিশরীয় সংবিধান টয়লেট কাগজের চেয়েও মূল্যহীন।
মিশরের সঙ্গে তুলনা চলছেই।
বরজু দারাঘাই টুইট করেছেনঃ
Amazing: #Tunisia secularists & Islamists celebrate together as new constitution read aloud; big contrast to #Egyptpic.twitter.com/LbGYh7eqBQ
— Borzou Daragahi (@borzou) January 26, 2014
চমৎকার: তিউনিশিয়ার ধর্মনিরপেক্ষ ও ইসলামপন্থিরা নতুন সংবিধান একসঙ্গে জোরে জোরে পড়ে উদযাপন করছেন; মিশরের সাথে বড়ই বৈসাদৃশ্য।
এবং ইজ্রায়েলি এলিজাবেথ সুরকভ একমত হয়েছেন:
So happy for Tunisia. They now have the most democratic constitution in MENA. All of this is thanks to the brave Tunisian people #Sidibouzid
— Elizabeth Tsurkov (@Elizrael) January 26, 2014
তিউনিশিয়ার জন্য খুবই ভাল লাগছে। মেনা অঞ্চলে তাঁদের এখন সবচেয়ে গণতান্ত্রিক একটি সংবিধান আছে। এই সকল সাহসী তিউনেশিয় ব্যক্তিদের ধন্যবাদ।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল কসোভো বলেছেন:
Three years after igniting process of change in Arab world Tunisia adopts its new democratic constitution. http://t.co/z1afwKM1st
— Carl Bildt (@carlbildt) January 27, 2014
আরব বিশ্বে পরিবর্তনের উত্তেজনাময় প্রক্রিয়ার তিন বছর পর তিউনিশিয়া তার নতুন গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করেছে।