- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ আরব ব্লগারদের সভা #এবি১৪ থেকে সরাসরি

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., জর্ডান, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবাধিকার, জিভি অভিব্যক্তি

জর্দানের আম্মানে আয়োজিত জিভি অভিব্যক্তির এই বিশেষ সংস্করণে, জিভির দীর্ঘকালের পুরাতন কর্মী এবং সহকর্মীরা আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। আরব ব্লগারদের চতুর্থ সভায় যোগ দিতে আরব অঞ্চলের সর্বত্র ছড়িয়ে থেকে প্রায় ৮০ জন ব্লগার এবং সক্রিয় কর্মী এই সপ্তাহে একত্র হয়েছিলেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্লগার, কর্মী, সঙ্গীতজ্ঞ, র‍্যাপার, শিক্ষক এবং পণ্ডিতদের মধ্যে চার দিন ধরে চলা প্রশিক্ষণ ও আলোচনার পর, সে সম্পর্কে বলার জন্য এখন প্রচুর কথা জমেছে।

আমাদের এই অসাধারণ মিলনমেলায় উপস্থিত ছিলেন জিভি অ্যাডভোকেসির পরিচালক হিশাম আল মিরাত, জিভি মেনা অঞ্চলের সম্পাদক আমিরাহ আল হুসেইনি, এসএমইএক্স এর সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম এবং বার্কম্যান ইনস্টিটিউট এর ফেলো ডালিয়া উসমান। তাঁরা সেখানে উপস্থিত থেকে তাদের অন্তর্দৃষ্টি সবার সাথে শেয়ার করেছেন।

বৈঠকটি সম্পর্কে আরও জানতে এবং সপ্তাহ জুড়ে লিখা ব্লগ ​​পোস্টগুলো পড়তে #এবি১৪ [1]এর ওয়েবসাইটটি (ইংরেজি ও আরবি ভাষায়) দেখুন: https://ab14.globalvoicesonline.org/ [2]