কে বহন করছে রুশ অলিম্পিকের খরচ ?

A photoshopped logo of the Sochi games with a saw mascot. In Russian, the verb "to saw" carries a meaning of "embezzlement." Anonymous image distributed online.

একটি করাতের মাস্কট সহকারে সোচি গেমসের ফটোশপড লোগো। রাশিয়াতে “করাতে কাটা” বলতে “আত্মসাৎ” করা বোঝায়। ছবিটি অজ্ঞাত কেউ একজন অনলাইনে পোস্ট করেছেন।   

সোচি অলিম্পিকের প্রস্তুতিকে বাঁধাগ্রস্ত করতে দুর্নীতি নিয়ে দোষারোপ চলছেই। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানের আগে আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে, তাই এ নিয়ে উদ্বেগ বেড়েই যাচ্ছে। যে স্টেডিয়ামটিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, গুজব শোনা যাচ্ছে যে সেখানে এখনো নির্মাণ কাজ চলছে। সাংবাদিকগণ যারা ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছেন তারা অভিযোগ করেছেন, বৃষ্টি এবং কর্দমাক্ত মসৃণ ঢালের কারণে রাস্তাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্তরূপে রাশিয়ার জ্বালানী মন্ত্রী আলেকজান্ডার নোভাক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৯ জানুয়ারি তারিখে বলেছেন, পাওয়ার গ্রিড এখনো চালু (যদিও তিনি দাবি করেছিলেন যে এটি ২৫ জানুয়ারি তারিখের মধ্যে সম্পন্ন করা হবে) হয়নি। অতঃপর, আন্তর্জাতিক স্কি ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, সোচিতে অলিম্পিক আয়োজনে যে বিপুল পরিমাণ অর্থ (নজিরবিহীনভাবে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করা হয়েছে তা ভবিষ্যতে অলিম্পিক আয়োজনকারী শহরগুলোর জন্য একটি “খারাপ দৃষ্টান্ত” স্থাপন করেছে।

রুশ এই শহরটিতে চলতে থাকা প্রকল্পের সমর্থনে ক্রেমলিন খুব দ্রুত জবাব দিয়েছে। ডেপুটি প্রধান মন্ত্রী দিমিত্রি কোজাককে এই প্রস্তুতি তত্ত্বাবধান করার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রস্তুতিমূলক কাজ সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোন অভিযোগ নেই। তিনি আরো দাবি করেছেন, সোচিতে [রুশ] আয়োজনের সর্বমোট খরচ তাতারস্তানের কাজানে আয়োজিত গত গ্রীষ্মের ইউনিভারসাইডের এর খরচের চেয়ে কম।

প্রেসিডেন্ট পুতিন একটি মনোহারি আক্রমনাত্মক [রুশ] সাক্ষাৎকারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি দলীয় সাক্ষাতকার দেয়ার জন্য বৃটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার টেলিভিশন থেকে আসা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে তিনি এ সাক্ষাৎকারে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সাক্ষাতকারের সময়ে আমেরিকান সাংবাদিক জর্জ স্টেফানোপুলাস দুর্নীতির গুজব নিয়ে তাকে প্রশ্ন করেছেন। পুতিন দক্ষতার সাথে প্রশ্নটি এড়িয়ে গেছেন। তিনি প্রথমে বলেছেন, প্রচার মাধ্যম ইচ্ছাকৃতভাবে রাশিয়াকে অভিযুক্ত করে আইএসএফ প্রেসিডেন্টের দেয়া বিবৃতির ভুল ব্যাখ্যা দিয়েছে। পত্রিকাগুলো তাদের পত্রিকার বিক্রি বাড়াতে এমনটি করেছে। তিনি আবারো মত প্রকাশ করে বলেছেন, তিনি দূর্নীতি অথবা অর্থ-আত্মসাতের কোন প্রমাণ পাননিঃ   

[…] если у кого-то есть конкретные данные о коррупционных проявлениях в связи с реализацией сочинского олимпийского проекта, мы просим предоставить нам эти объективные данные. Мы будем рады и благодарны и используем эту информацию для того, чтобы наводить порядок в этой сфере.

 […] সোচি অলিম্পিক প্রকল্প বাস্তবায়নের সাথে সংযুক্ত কোন দূর্নীতি সম্পর্কে যদি কারো কাছে কোন সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে সেই বস্তুনিষ্ঠ তথ্য আমাদেরকে দিন। আমরা এতে করে বেশ খুশী হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এ সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এসব তথ্য ব্যবহার করব। 

বিরোধীদলীয় রাজনীতিবিদ বোরিস নেমতসভ পূর্বে সোচিতে দূর্নীতি বিষয়ক একটি শ্বেতপত্র [রুশ] লিখেছেন এবং অভিযোগ করেছেন, অলিম্পিকের জন্য রাখা বরাদ্দের অর্ধেকেরও বেশী অর্থ আত্মসাৎ করা হয়েছে। শ্বেতপত্রটি পুনরায় প্রকাশ করা হয়েছেঃ  

Надо помнить, что главным инвестором в Олимпиаду стали российские пенсионеры, учителя, врачи и военные. Именно они заплатили за всю эту аферу и фестиваль воровства.

আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে, রাশিয়ার অবসর নেয়া পেনশন প্রাপ্ত জনগণ, শিক্ষক, ডাক্তার এবং সৈনিকগণ হচ্ছে এই অলিম্পিকের আয়োজনের প্রধান বিনিয়োগকারী। এই দন্ডনীয় প্রতারণা এবং এই চুরির উৎসবের জন্য তারা মূল্য পরিশোধ করছে।   

Russian pensioner -- the "General sponsor of the 2014 Olympics." Anonymous image distributed online.

একজন রুশ পেনশনভুক্ত – “২০১৪ সালের অলিম্পিকের একজন সাধারণ পৃষ্ঠপোষক”। অনলাইনে অজ্ঞাত একজন ছবিটি পোস্ট করেছেন।

হয়তো পুতিনের এই মনোহারি আক্রমনাত্মক [রুশ] পদক্ষেপটি খুব সামান্য হয়ে গেছে বা পদক্ষেপটি নিতে অনেক দেরী হয়ে গেছে। রাশিয়ার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিকোনতাকতের মাধ্যমে নেমতসভের ফেসবুক পোস্টটি ছড়িয়ে [রুশ] পড়েছে। ফেসবুক পাতাটির নিচে একটি প্রত্যুৎপন্ন নির্বাচনের জন্য জিজ্ঞাসা করা হয়েছেঃ “কোজাক [ডেপুটি প্রধানমন্ত্রী] কি প্রত্যাশা করেছেন?” প্রায় শতকরা ৮০ ভাগ লোক উত্তর দিয়েছেন, কোজাক মনে করেন, জনগন বুদ্ধিহীন বোকা। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .