- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে ভুল সংবাদ প্রকাশ করায় নিউইয়র্ক টাইমসের ভুল স্বীকার

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, রাজনীতি, সরকার

১১ই জানুয়ারি ২০১৪ তারিখে নিউইয়র্ক টাইমসের অনলাইন এডিশনে ও ১২ই জানুয়ারি ২০১৪ তারিখে নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক এডিশনের প্রিন্টে পেপারে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় [1]

এই প্রতিবেদনের একটি অংশে একটি ছবি প্রকাশ [2] করা হয় যার ক্যাপশনে লেখা হয় “বিরোধী দল বিএনপির ডাকা হরতালে বুধবার ঢাকায় বিক্ষোভ করছেন বাংলাদেশিরা”। কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল শাহবাগের আন্দোলনকারীদের একটি ছবি যেখানে তারা বিরোধী দল বিএনপি'র সহিংসতার প্রতিবাদ জানাচ্ছিলেন এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছিলেন।

এলেন ব্যারি'র এই প্রতিবেদন ও এসোসিয়েটেড প্রেসের বাংলাদেশী ফটো সাংবাদিক এ. এম. আহাদের এই ছবিটি নিয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন সমালোচনা [3] উঠে।

এ বিষয়ে উমর শিহাব “Not an accident by the New York Times [4]” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেন যেখানে জানান যে এপি'র ফটোসাংবাদিক এ. এম. আহাদ কিন্তু একই কাজ গত ফেব্রুয়ারীর ৬ তারিখে শাহবাগ আন্দোলনের প্রথম দিন ও করেছিলেন [5]। সিপিবি ও শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মীদের পক্ষ থেকে নিউইয়র্ক টাইমসের ভুলটি শুধরে নেওয়ার অনুরোধ করা হলে পরবর্তীতে ১৩ই জানুয়ারি নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনটি থেকে ক্যাপশন সহ ছবিটি মুছে ফেলে একটি সংশোধনী [6] প্রকাশ করে।