আমরা কি ভালো সংবাদ দিয়ে শুরু করব?

Silver lining

তাঁরা বলে, প্রত্যেক মেঘের আড়ালে সূর্য হাসে। ছবিঃ ফ্লিকারে ম্যাথু পারকিন্স (সিসি বাই-এনসি-এনডি 2.0)

শুভ সংবাদটি হচ্ছেঃ বছর জুড়ে গ্লোবাল ভয়েসেস সারা পৃথিবী থেকে আপনার কাছে মানুষের আশা, সাহস এবং সৃজনশীলতার অগণিত গল্প তুলে আনছে। এবং খারাপ দিকটি হচ্ছে: অন্যান্য সংবাদ সাইটগুলোর মতো আমরাও প্রায়ই নেতিবাচক বিষয়গুলোর উপর মনোযোগ নিবদ্ধ করে নিজেদের দোষী করছি এবং সম্ভবতঃ আপনাকেও বিষণ্ণ করে তুলি।

আপনি কি গ্লোবাল ভয়েসেস পড়ার অপেক্ষায় থাকবেন? নাকি আপনি আপাতদৃষ্টিতে মানুষের অবিচার এবং যাতনার অবিরাম প্রবাহের গল্প দেখা বন্ধ করে দিবেন? ২০১৪ সালে আমরা আরও সমাধান চালিত সাংবাদিকতার পরিকল্পনা করেছি এবং আশা করছি, অন্ধকার এবং হতাশার ব্যতিরেকে আরও আলোর রেখা এবং মানবতা আমরা দেখাতে পারব।

তার মানে এই নয় যে, আমরা সহিংসতা বা দারিদ্র্যের মত মন্দ ব্যাপারগুলো উপেক্ষা করব। বরং, আমরা ইতিবাচক উন্নয়নগুলোকে আরও বেশি করে তুলে ধরতে চাই। ইয়েমেন সম্পর্কে সম্ভবত যে সব শুভ সংবাদ আপনি কখনও শোনেননি অথবা বিনামূল্যে পাঠ্যবই পেল বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু অথবা আঙ্গোলানরা যেভাবে তাদের ভাষা সংরক্ষণ করতে ইন্টারনেট ব্যবহার করে ইত্যাদির মতো গল্পগুলো পোস্ট করার মধ্য দিয়ে কার্যত আমরা আগে থেকেই এ রকম কাজ শুরু করেছি।  

তাই আমাদের গল্পের অনেকগুলোই অনলাইন সামাজিক আন্দোলন এবং তাদের সমাজে নাগরিকদের উন্নতিকে কেন্দ্রে করে আবর্তিত হয়েছে। মূলধারার নিয়মিত সংবাদ মাধ্যমের নেতিবাচক কাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে না থেকে বরং আমরা এই খবরগুলোকে আমরা আশা জাগানিয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করতে চাই।

নতুনদের জন্য আমরা গ্লোবাল ভয়েসেসে একটি নতুন শুভ সংবাদ বিভাগ তৈরি করেছি।

ডিসেম্বর মাসের শেষে, জিভি অভিব্যক্তির একটি কথোপকথনে আমাদের সহ – প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান, আমাদের সহ সম্পাদক সাহার এইচ গাজী, এডভোকেসি সম্পাদক এলারি বিদ্দেল এবং আমি নিজে এই ধারণা নিয়ে কথা বলেছি। আমাদের লেখক ও সম্পাদকদের মাধ্যমে গল্প বলার ভাবে পরিবর্তন আনতে এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে যাচ্ছে। 

ইতিবাচক খবর, সমাধান চালিত সাংবাদিকতা, গঠনমূলক রিপোর্টিং এবং অনুরূপ মত রিপোর্ট করার ক্ষেত্রে যারা নেতৃত্বস্থানীয়, আমরা সেই সব ওয়েবসাইট এবং সংবাদ সংস্থার শিরোনাম অনুসরণ করি। এমনকি হাফিংটন পোস্টেরও একটি ভালো সংবাদ বিভাগ রয়েছে (যদিও আপনি সম্ভবত সেখানে আরো ভালো গল্প খুঁজে পাবেন যে ধরণের গল্প আপনি আগে গ্লোবাল ভয়েসেসে দেখেছেন)।

আমরা চাই, গ্লোবাল ভয়েসেসে আপনার দেখা পৃথিবীটি সুন্দর হোক। এটি সাহসী এবং সৃজনশীল ব্যক্তিদের অধ্যুষিত একটি প্লাটফর্ম যারা পৃথিবীকে একটি উত্তম জায়গা হিসেবে তৈরীতে বিশ্বাসী। হয়তো এমনকি আপনি আমাদের পাঠকদের একটা ধারনা দিতে পারেন যে আমাদের সাহায্য করার জন্য তাঁদেরও কিছু করার আছে।  

আমাদের শুভ সংবাদ বিভাগটি একবার দেখে নিন এবং গ্লোবাল ভয়েসেসে আপনি আরও কি কি দেখতে চান তা আমাদের জানান। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .