এমা ক্লেয়ার বার্টন-চৌধুরী নামের বাংলাদেশের ঢাকায় বসবাসরত একজন ইংরেজ মহিলা (তিনি একজন বাংলাদেশীকে বিয়ে করেছেন), বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যা সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে ব্লগে লিখেছেন:
অ্যাপোলো হাসপাতালের পেডিয়াট্রিক দল (শিশুরোগ বিশেষজ্ঞ) আমাদের মেয়ের অকালপক্ক প্রসবকে সাদরে স্বাগত জানিয়েছে। কারণ, তার বিশেষ যত্নের সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের হাসপাতালে বিল তাঁরা বাড়িয়ে নিতে পারবে।