“নাস্তিকতা এবং লম্বা চুল রাখার জন্য” প্যালেস্টাইনের কবিকে জেলে পুরলো সৌদি আরব!

Saudi Artist Ahmed Mater shared this photograph on Twitter in support of Fayadh

ফাদেয়ের সমর্থনে সৌদি শিল্পী আহমেদ মাটার এই ছবিটি টুইটারে শেয়ার দিয়েছেন।

প্যালেস্টাইনের কবি আশরাফ ফায়েদকে আবার আটক করা হয়েছে। নাস্তিকতা ছড়ানো এবং লম্বা চুল রাখার জন্য সৌদি কর্তৃপক্ষ তাকে জেলে পুরেছে। আশরাফ ফায়েদ জন্মসূত্রে প্যালেস্টাইনি হলেও বেড়ে উঠেছেন সৌদি আরবেই। মাত্র পাঁচ মাস আগে একজন পাঠক তার কবিতায় নাস্তিক্যবাদের অনুষঙ্গ রয়েছে এমন অভিযোগ এনেছিলেন। তবে আদালতে তার বিরুদ্ধে নাস্তিকতা ছড়ানোর অভিযোগ প্রমাণ করা যায়নি। সে সময়ে তাকে মুক্তি দেয়া হয়। ২০১৪ সালের জানুয়ারির ১ তারিখে তাকে আবার আটক করা হয়। তাকে আটকের খবর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়লে আরব বিশ্বের লেখকরা তার প্রতি সহানুভূতি জানান। তার কয়েকজন বন্ধু অনলাইনে লিখেন, তার আটকের পেছনে আসল কারণ হচ্ছে পাঁচ মাস আগে তিনি আভার পুলিশ কর্তৃক প্রকাশ্যে এক যুবককে চাবুক মারার দৃশ্য ভিডিও করেছিলেন। কবি বর্তমানে জেলে রয়েছেন। তার প্রতি আরব বিশ্বের লেখকদের সহানুভূতির বার্তা, সমর্থন এবং মামলার বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়াগুলো তুলে ধরা হলো এখানে।

#أشرف_فياض التحرش بالذات الإلهية وتطويل الشَعر…فقط عندما تتوقف هذه التهم المضحكة/المبكية يمكننا أن نبدأ الحديث عن الحقوق والحريات ووو

@reem_tayeb: আশরাফ ফায়েদকে ঈশ্বরে অবিশ্বাস এবং লম্বা চুল রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে। এইসব হাস্যকর অভিযোগ বন্ধ হলে আমরা মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবো।

#أشرف_فياض اعتقاله ليس الا اعلان اننا وصلنا الى ما وصلت اليه اوروبا في العصور المظلمة !!

@MohammdaLahamdl: আশরাফ ফায়েদের আটক আমাদের এটাই জানান দেয়, অন্ধকার যুগে ইউরোপ যেসবের মুখোমুখি হয়েছিল, আমরা সেদিকেই যাচ্ছি।

هل تعتقد أن إيمانك حقيقي وأنت تعتقد أن الله كائن قابل للتحرش به ؟! #أشرف_فياض

@WhiteTulip01: আপনার কি ধারনা, আপনার বিশ্বাস সত্যি হলে ঈশ্বর নাকাল করতে পারেন!

أشرف_فياض معتقل بتهمة الالحاد!!وهل الكفر تهمة!! وهل الايمان إجبار!! هذا اذا افترضنا صحة التهمة أصلا

@MusabUK: নাস্তিকতার জন্য আশরাফ ফায়েদকে জেলে পোরা হয়েছে। নাস্তিকতার বিরুদ্ধে কি অভিযোগ আনা যায়? বিশ্বাস কি কারো ওপর জোর করে চাপানো যায়? যদি আমরা ধরে নিই যে অভিযোগটি সত্যি!

إن وجود #أشرف_فياض في السجن، مع المجرمين، والقتلة، لأنه شاعرٌ فحسب، لا يعنى سوى أن العدالة مسألة ترفيّة لدينا، سلطة وشعبا

@b_khlil: ঘটনা হলো আশরাফ ফায়েদ অপরাধী এবং খুনিদের সাথে জেলে রাখা হয়েছে। কারণ সে একজন কবি। একজন মানুষ এবং শাসন ক্ষমতার অধীন হিসেবে ন্যায়বিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে।

15 تهمة ملفقة للشاعر والفنان #أشرف_فياض تبدأ بالإلحاد وتنتهي بإطالة الشعر، لماذا ؟ لأنه قبل 5 أشهر صور هيئة أبها وهي تجلد شاب أمام الناس

@turkiaz: কবি এবং শিল্পী আশরাফ ফায়েদের বিরুদ্ধে ১৫টি অভিয়োগ আনা হয়েছে। এরমধ্যে নাস্তিকতা এবং লম্বা চুলের বিষয়টিও রয়েছে। কিন্তু কেন? কারণ, সৌদি পুলিশ যখন প্রকাশ্যে এক যুবককে চাবুক পেটা করছিলো, তিনি সেটার ভিডিও করেছিলেন।

#أشرف_فياض الى اعلامنا ، هل ننتظر ، القليل من المهنية ستفي بالغرض. قضية اشرف فياض علي وشك ان تكون في صفحات كل المحطات العالمية قريبا

@AhmedMater: আমাদের মিডিয়ার প্রতি: আর কতো অপেক্ষা করবেন? কিছু পেশাদারিত্ব দেখান। আশরাফ ফায়েদের বিষয়টি অতি শিগগিরই আন্তর্জাতিক মিডিয়ার প্রথম পৃষ্ঠায় স্থান পাবে।

تحولت التحقيقات مع الشاعر أشرف فياض بعد عجز المحقق أن يثبت شيئا من الاتهامات إلى أسئلة حول لماذا تدخن ؟ ولماذا شعرك طويل قليلاً ؟

@mohkheder: আশরাফ ফায়েদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা যখন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবেন না, তখন তিনি তাকে জিজ্ঞেস করবেন, সে সিগারেট খায় কেন। কেন চুল এতো লম্বা রেখেছে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .