- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিডিয়া ফ্যাক্টরিঃ ল্যাটিন আমেরিকার জন্য একটি সংবাদ প্রচারক

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা

Media Factory [1]

এই শতাব্দীতে পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে অনেকগুলো প্রস্তাবনা রয়েছে। এসব প্রস্তাবনাগুলো আমাদের কাছে প্রচার মাধ্যম খোলার বিভিন্ন উপায় বলে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মিডিয়া ফ্যাক্টরির [2] মতো একটি উপায় আমরা খুঁজে পেয়েছি, যেগুলো নিজেদের একটি “বার্তা প্রচার মাধ্যম কারখানা” হিসেবে সংজ্ঞায়িত করেছে। অন্যভাষায় বলা যায়, নুতন ডিজিটাল কোম্পানিগুলোর জন্য এটি একটি প্রচারক। এটি লাতিন আমেরিকায় বার্তা প্রচার মাধ্যম সৃষ্টির উপর একচেটিয়াভাবে নিবদ্ধ করেছে।

তাদের ওয়েবসাইটে [স্প্যানিশ] [3]দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, তাদের “প্রশিক্ষক এবং বিনিয়োগকারীদের নেটওয়ার্ক” সাংবাদিকদের একটি ছোট দলকে স্পন্সর করতে পারবে। এসব স্পন্সরের ক্ষেত্রে তারা প্রতিটি ঝুঁকিপূর্ণ উদ্যোগে ৭৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করে এবং শতকরা ১৭ ভাগ ফেরত পায়। শুরুতে এই ডিজিটাল প্রচার মাধ্যমের একটি নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছেঃ 

Vamos a crear medios de comunicación digitales inicialmente enfocados en política y economía para luego crecer hacia otras temáticas, con ambición de convertirlos en plataformas digitales dominantes.

“শুরুতে আমরা ডিজিটাল প্রচার মাধ্যম সৃষ্টি করতে যাচ্ছি। এই ডিজিটাল প্রচার মাধ্যমে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি এবং অর্থনীতি। তবে পরবর্তীতে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এগুলোকে প্রধান ডিজিটাল মঞ্চে রুপান্তরের উদ্দেশ্য রয়েছে।”   

মিডিয়া ফ্যাক্টরির ব্যবস্থাপক অংশীদার এবং আইসিএফজে’র নাইট ফেলো মারিয়ানো ব্লেজম্যান ব্যাখ্যা করেছেন, [4]প্রতিটি বাছাইকৃত প্রকল্পের জন্য পদক্ষেপগুলো নেওয়া হয়েছেঃ   

Vamos a elegir equipos de diversos países para que vengan a Buenos Aires por un periodo de cuatro meses y puedan crear los medios desde cero. La apuesta es a que en un período corto de tiempo los medios puedan crecer y generar audiencias reales y de tráfico y, con el conocimiento de los “lectores”, pasar a la monetización y las segundas rondas de inversión.

চার মাসের জন্য বুয়েনস আয়ারসে আসতে বিভিন্ন দেশ থেকে আমরা কয়েকটি দল গঠন করবো। তারা একেবারে গোড়া থেকে সংবাদ মাধ্যমগুলো তৈরি করবে। আমরা পণ করছি যে, অতি অল্প সময়ের মধ্যে আউটলেটগুলো গড়ে উঠবে এবং সেগুলো বাস্তব শ্রোতা এবং যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে। তাদের “পাঠক” জ্ঞান দিয়ে, তারা মুদ্রায়ণ এবং দ্বিতীয় রাউন্ডে বিনিয়োগের দিকে এগিয়ে যাবে।  

২০১৪ সালের জানুয়ারি মাসে বুয়েনস আয়ারসে প্রকল্পটি শুরু করতে এবং এই মিডিয়া আউটলেটগুলোতে অর্থায়নের নুতন পথ খুঁজে পেতে তারা একদল বিশেষজ্ঞের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। বিশেষজ্ঞ দলে অন্যান্যের মধ্যে আছেন, ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ইন্ডিয়াভয়েস ডট এস থেকে সাসা ভুসিনিক। [5] সেখানে সাংবাদিকতা বিষয়ে অর্থায়নের ক্ষেত্রে নুতন উপায় খুঁজে বের করার উপর বেশী জোর দেয়া হয়েছে। এছাড়াও রয়েছেন জেমস ব্রেইনার [6]। তিনি আইসিএফজের (আন্তর্জাতিক সাংবাদিক কেন্দ্র) সাথে সংযুক্ত [7]ব্যবসায় আদল বিষয়ের একজন শিক্ষার্থী। এতে আরো আছেন ক্রিস্টোফার অল্টচেক [8]। তিনি পলিসিমাইক [9]নামের একটি মিডিয়া আউটলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা। আউটলেটটি ইন্টারনেট পরবর্তী প্রজন্ম সময়ে পরিচালনা করা হয়েছে। এদের মাঝে আরো থাকতে পারেন জিম ফ্রেডেরিক [10]। তিনি টাইম ইনকর্পোরেশনের টাইম ম্যাগাজিনের সম্পাদক।

পলা গনজালোর লেখা এই প্রবন্ধটি প্রকৃতপক্ষে পেরিওডিসমো সিউদাদানোতে [1] [স্প্যানিশ] প্রকাশিত হয়েছে।