- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

অব্যাহত ধর্ষণ ও যৌন সহিংসতার কারণ

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, মানবাধিকার, লিঙ্গ ও নারী

“এক বছর আগে আজকের দিনে যা ঘটেছিল, তা আমি ভুলব না”

২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের ঘটনায় [1] ​​নিহত নির্ভয়াকে স্মরণ করে ভিডিও ভলান্টিয়ার্স [2] গত ১৬ ডিসেম্বর, ২০১৩ তারিখে এই ভিডিওটি [3] মুক্তি দেয়। সে বছর দিল্লিতে অভিযোগ করা ৭০৬ টি ধর্ষণ ঘটনার মধ্যে শুধু মাত্র এই ঘটনাটির আসামিরাই দণ্ডাদেশ পেয়েছে। পরিসংখ্যান বলছে, ভারতে এখনও প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষণের শিকার হন। সেখানে ধর্ষণের জন্য দোষী সাব্যস্তের হার মাত্র ২৫%। 

ধর্ষণ ও যৌন সহিংসতা অব্যাহত থাকার কারণ অনুসন্ধানে এই ভিডিওটি আকর্ষণীয় আলোচনার সুত্রপাত করেছে।