চীনে একা পায়ে হেঁটে ভ্রমণ করা এখনো একটি নুতন ধারণা। নারীদের কেউ কেউ এই রোমাঞ্চকর ধ্যানধারণা পছন্দ করলেও পথে ঘাটে তারা এখনও যৌন হয়রানি নিয়ে বেশ চিন্তিত। এ কারণে চীনা নারীবাদী সক্রিয় কর্মী জিয়াও মেইলি তাঁর নুতন প্রকল্প শুরু করেছেনঃ সুন্দর নারীবাদী পদযাত্রা কর্মসূচী- যেটি নারী স্বাধীনতার প্রচারণা চালাতে যৌন নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।
“ভ্যাজাইনা মনোলোগাসের” চীনা সংস্করণের প্রধান অভিনেত্রী জিয়াও বেইজিং থেকে দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝো পর্যন্ত সারা রাস্তা হেঁটেছেন। এটি ছিল প্রায় ২,০০০ কিলোমিটার দীর্ঘ একটি যাত্রা। যৌন হয়রানি এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই কর্মসূচী পালন করেছেন। তিনি ইতোমধ্যে চার মাস রাস্তায় কাটিয়েছেন। এ সময়ে তিনি সারা রাস্তা জুড়ে স্বাক্ষর সংগ্রহ করেছেন, মঞ্চে অভিনয় করেছেন এবং স্থানীয় সরকারের কাছে তথ্য সমৃদ্ধ বিবৃতি প্রদান করেছেন। তিনি তাঁর ব্লগে ছবি, লেখা এবং অংকনের মাধ্যমে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন।
জিয়াও চীনের সিচুয়ান প্রদেশে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। লিঙ্গ সমতা এবং স্বাধীনতার পক্ষে প্রচারণা চালাতে তিনি বেশ কিছু নারীবাদী প্রকল্প সম্পাদন করেছেন। তিনি ছিলেন তিন জন নারীর একজন, যারা ২০১২ সালের ভালোবাসা দিবসে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রক্তে রঞ্জিত বিয়ের গাউন পরিধান করেছিলেন। চীনের শৌচাগার অসমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি একবার পুরুষদের একটি শৌচাগার দখল করে নিয়েছিলেন। সরকারের কাছে নারীদের (টাইম ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী, পুরুষেরা বাথরুম ব্যবহার করতে গড়ে যেখানে ৩০ সেকেন্ড সময় নেয়, সেখানে নারীরা বাথরুম ব্যবহার করতে গড়ে ৯০ সেকেন্ড সময় নেয়) জন্য আরো বেশি পরিমান গণশৌচাগারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি ২০১৩ সালের আগস্ট মাসে তাঁর মাথা ন্যাড়া করে ফেলেন।
জিয়াও সাম্প্রতিক সময়ে ছবি আঁকা শিখিয়ে এবং অনলাইন দোকান তাওবাওয়ের মাধ্যমে বিভিন্ন দুষ্প্রাপ্য পুরনো জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর এই পথচলাকে সমর্থন জানাতে তাঁর তাওবাও পেজে তিনি অর্থ সাহায্য চেয়েছেন। স্থানীয় শহরের নারীদেরও তাঁর সাথে হাঁটার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অথবা রাতে শোবার জন্য তাকে একটি গদি আঁটা লম্বা চেয়ার প্রদানের আহ্বান জানিয়েছেন।
জিয়াওয়ের কর্মোদ্যোগ দেখতে নিচে প্রদত্ত ভিডিওটি মিলিয়ে দেখুনঃ