আমি কি কখনো ঘাস দিয়ে তৈরি কোন স্কার্ট পরেছি বা কখনো কোন গাছের উপর বাস করেছি? আমি কীভাবে এতো ভালো ইংরেজী বলতে পারি? মার্কিন যুক্তরাষ্ট্রে কাটানো আমার বিশ্ববিদ্যালয় জীবনে কখনো আমাকে প্রথম দু’টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু এখন প্রায়ই বেশ ভালো বেশভূষার লোকদের কেউ কেউ আমাকে তৃতীয় প্রশ্নটি করে আক্রমণ করেন। তাদেরই একজন হলেন জ্যামাইকার একজন টেক্সি ড্রাইভার। তিনি আমার মতো একজন ক্যারিবিয় নাগরিক! এটি একটি গুরুত্বপূর্ণ তাগিদ যে, কোন দেশ একাই অন্যান্য জাতিসত্ত্বার লোকেদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে তা নয়, অন্যরাও করে থাকে।
এ কারণে আমাদের অনেকের জন্যই গ্লোবাল ভয়েসেসে আমাদের দেশ এবং সম্প্রদায় সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার বিষয়টি একটি নিত্যনৈমিত্তিক অবসর-বিনোদনে পরিনত হয়েছে। এটি অবশ্যই গ্লোবাল ভয়েসেসের বিশেষ দায়িত্বের একটি অংশ বটে। আর তাই আমাদের ২০১৩ সালে বছর শেষের প্রচারাভিযানের জন্য গ্লোবাল ভয়েসেস পরিবারের সদস্যদেরকে আহ্বান জানানো হয়েছে, যেন তারা তাদের নিজ দেশের বাস্তব অবস্থা সম্পর্কে আপনাকে আরো বেশী করে তথ্য দেন। এই ভিডিওটিতে সেই আহ্বানেরই ফলাফল দেখতে পাবেনঃ
আপনার নিজের সংস্কৃতি বা দেশের কোন সাধারণ বিষয়টি সম্পর্কে লোকের ভ্রান্ত ধারণা বা স্বল্প জ্ঞান রয়েছে? মন্তব্য করে বা টুইটারে #জিভিনাউইউনো! হ্যাশট্যাগে আমাদের জানান।
সারা বিশ্বে যা ঘটছে, যদি আপনি তার সম্পূর্ণ গল্প বলার আমাদের এই চলমান প্রচেষ্টাকে সমর্থন করেন, তবে দয়া করে আমাদের আর্থিক সহায়তা প্রদান করুন।
বিভিন্ন ঘটনা আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা ৮ শতেরও বেশী লোক একসাথে কাজ করে যাচ্ছি। এই ঘটনাগুলো আপনারা নিজেরা খুঁজে বের করতে গেলে আপনাদের বেশ কষ্টই হত। আপনাদের এই সহায়তা, আমাদের সম্পাদক, আমাদের প্রযুক্তি, সম্প্রসারণ এবং অ্যাডভোকেসি প্রকল্পগুলো এবং আমাদের সাম্প্রদায়িক ঘটনাগুলোকে সমর্থন জানিয়ে আমাদের সাহায্য করবে।
আপনাদের ধন্যবাদ এবং ছুটির দিনগুলো অনেক আনন্দে কাটুক!
—
এই ভিডিওটিতে যাদের লেখাগুলো উপস্থাপন করা হয়েছেঃ
ডায়ানা লুঙ্গু / মলদোভা
ফিরুজে শুকুহ ভালে / পুয়ের্তোরিকো
হিশাম আলমিরাত / মরক্কো
মারিয়া সিদিরোপুলু / গ্রিস
মং প্যালাটিনো / ফিলিপাইন
জানিনে মেনদেস-ফ্রাঙ্কো / ত্রিনিদাদ এন্ড টোবাগো
আশিস বহরা / ভারত
জ্যান ইলিস / পানামা
ওয়াচুকু ইগবুনিকে / নাইজেরিয়া
ইয়ো উন লি / দক্ষিণ কোরিয়া
রুসলান ত্রাদ / বুলগেরিয়া
ক্রিস মোয়া / স্পেন
সোলানা লারসেন / সারা বিশ্ব