আমাদের লেখক, পাঠক, সমর্থক এবং সমগ্র গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের প্রতি:
আরেকটি মহান বছরের জন্য ধন্যবাদ! আমরা আশা করি, ডিজিটাল বিশ্বে মানবাধিকার রক্ষার জন্য আমাদের কাজের মধ্য দিয়ে শেখা, নতুন সংযোগ এবং জয়লাভের মাধ্যমে ২০১৪ সালটি আপনার জন্য হয়ে উঠবে সুস্থ ও শান্তিপূর্ণ।
এল জাডিদা (মরক্কো) এবং ফিলাডেলফিয়া’র (আমেরিকা) পক্ষ থেকে অনেক ভালোবাসা,
হাশিম এবং ইলারি