- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সব ইউরোপীয়দের জন্য নিঃশর্ত মৌলিক আয়

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, ফ্রান্স, সুইটজারল্যান্ড, সুইডেন, স্পেন, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, মানবাধিকার, জিভি অভিব্যক্তি

প্রত্যেক নাগরিককে – কোন কাজ বিহীন – “নিঃশর্ত মৌলিক আয়” এর সুবিধা দিতে একটি আন্দোলন সমগ্র ইউরোপে গতি সঞ্চার করছে।

গত ১১ মাস ধরে ইউরোপীয়ান সিটিজেন ইনিশিয়েটিভ [1](ইসিআই) ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহের একটি এক বছরের প্রচারণার নেতৃত্ব দিচ্ছে, যেটি সব ইউরোপীয়দের জন্য “নিঃশর্ত মৌলিক আয়”কে সমর্থন করে।   

ইসিআই চায় সবাই যেন একটি মৌলিক, নিশ্চিত মজুরি পায় যা প্রতিদিনের খরচের জন্য যথেষ্ট। [2]

যদি তারা ১৪ জানুয়ারী ২০১৪ এর মধ্যে সর্বনিম্ন ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করতে পারে যা কমপক্ষে ৭টি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশের কাছে আবেদনের জন্য ন্যূনতম প্রয়োজন, [3] তবে ইউরোপীয় কমিশন তাদের এই উদ্যোগকে পরীক্ষা করার পাশাপাশি ইউরোপীয় সংসদে এর পাবলিক শুনানির জন্য ব্যবস্থা করবে।

তারা স্বল্পমেয়াদী কিছু “পাইলট-স্টাডিজ” কাজ করতে এবং ইউবিআই এর বিভিন্ন মডেলের পরীক্ষা করে দেখতে চান। দীর্ঘমেয়াদে তাদের উদ্দেশ্য হচ্ছে, ইইউ এর প্রতিটি ব্যক্তিকে পৃথক ভাবে নিঃশর্ত অধিকার প্রদান এবং ইউবিআই প্রবর্তনের দ্বারা তাদের বস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মর্যাদার একটি জীবন নিশ্চিত করা।

মৌলিক আয় প্রস্তাবটি ১৫ টি ​​ইইউ সদস্য দেশর নাগরিকরা [4]প্রস্তুত করছেন (অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, যুক্তরাজ্য)।

এই শুক্রবার জিভি অভিব্যক্তিতে আমি স্বাক্ষর জমায়েত ও মৌলিক আয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত কর্মীদের সাথে কথা বলেছি।

স্টানিস্লাস জর্ডান [5] | ফ্রান্সে নিঃশর্ত মৌলিক আয়ের জন্য ইউরোপীয় নাগরিক ইনিশিয়েটিভ এর প্রধান সমন্বয়কারী

মারটিন জরডো [5] | সুইডেনে নিঃশর্ত মৌলিক আয়ের জন্য ইউরোপীয় নাগরিক ইনিশিয়েটিভ এর প্রধান সমন্বয়কারী

কার্লোস আরিয়াস | স্পেনের গ্লোবাল ভয়েসেস প্রদায়ক

আন্নে-বিয়াটরাইস ডুপারক | সুইজারল্যান্ড

বার্ব জাকোবসন | যুক্তরাজ্য

আমি এ পর্যন্ত প্রচারণার উন্নয়ন সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেছি, ইউবিআই কিভাবে বৈষম্য মোকাবেলা করবে এবং এ রকম একটি প্রকল্পে কত খরচ হতে পারে।  

আরো তথ্যের জন্য মৌলিক আয় ইইউ ওয়েবসাইট, [1] ফেসবুক পাতা [6]টুইটার অ্যাকাউন্ট [7] চেক করুন।

এখানে আমাদের গুগল + জিভি অভিব্যক্তির এই পর্বের ইভেন্ট পেজের [8] একটি লিঙ্ক রয়েছে।