যেহেতু সিরিয়াতে জাতীর গৃহযুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করেছে, তাই সিরিয়ার খিস্টান সম্প্রদায় নীরবে তাদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে। এই যুদ্ধে ১ লক্ষেরও বেশী লোক নিহত হয়েছে। নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হওয়া লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় খুঁজছে।
আশ্রয়হীনতার সাথে সাথে পুরোদস্তুর শীত এসে পরেছে এবং তারা ফিরে যাওয়ার জন্য মিনতি করছে। এ অবস্থা আল জাজিরার রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে।
এ বছরে সিরিয়াতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, মৃত্যু এবং প্রচুর পরিমাণে অপহরণের চাক্ষুষ প্রমাণ পাওয়া যাচ্ছে। এতে করে দেশটির বেশীরভাগ নাগরিকই আশাহত হয়ে পড়েছে। নাগরিকদের এই নৈরাশ্য বিভিন্ন শিল্পীদের শিল্প কাজে ফুটে উঠতে শুরু করেছে। মাঝে মাঝে তারা কয়েক লক্ষ শব্দের জায়গায় কেবল মাত্র একটি শিল্পকর্মের দ্বারা একটি জাতির নিদারুণ বেদনা ফুটিয়ে তোলেন।
সিরিয়ার শিল্পকর্মে সান্টা ক্লজের চিত্রাঙ্কন
সিরিয়াতে অপহরণের মাত্রা তুলে ধরতে জাওয়াদ একজন অপহৃত সান্টা ক্লজের একটি ছবি এঁকেছেন। পুরনো ছেঁড়া কাপড় পরা অবস্থায় বন্দুকের সামনে হাঁটু মুড়ে বসে থাকা অবস্থায় একজন সান্টা ক্লজের ছবিঃ
![[Photo source: Art by Jawad Facebook Page]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1484211_212416075611924_7053469_n.jpg)
[ছবি সূত্রঃ জাওয়াদের ফেসবুক পাতা]
![[Photo source: Anas Salameh's Facebook profile]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1509218_10151901961012832_133312329_n.jpg)
[ছবি সূত্রঃ আনাস সালামের ফেসবুক পাতা]
![Done by Comic4 Syria كوميك لأجل سوريا [Photo Source: Comic4 Syria كوميك لأجل سوريا Facebook Page]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1476568_575861305828253_2005860827_n.jpg)
কমিকস৪ كوميك لأجل سوريا এর আঁকা। [ছবি সূত্রঃ কমিক্স৪ সিরিয়া كوميك لأجل سوريا এর ফেসবুক পাতা]
![Artwork by Wissam Al Jazariry [Photo Source: Wissam Al Jazariry Artworks Facebook Page]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1513319_575837775830606_515927010_n.jpg)
উসায়েম আল জাহারির আঁকা [উসায়েম আল জাহারির ফেসবুক পাতা]
একটি ক্ষুদ্র ব্যাঙ্গ নাটিকাতে জিঙ্গল বিলের ক্রিসমাস গানের মাধ্যমে সিরিয়ার স্বাধীনতা চাওয়া হয়েছে এবং বাশার আল-আসাদের উচ্ছেদ কামনা করা হয়েছে। মোগলি মোগলি নামে পরিচিত, এই নাটিকাটি যিনি তৈরি করেছেন, তিনি নিপীড়িত হয়ে মারা গেছেনঃ
আনোয়ার আল ঈসা রক্তে ভেজা রূপক অর্থে একটি অলঙ্করণ এঁকেছেন। দেখা যাচ্ছে, একটি হিমাগারে অলঙ্করণটি ঝুলছে। সিরিয়ার নাগরিকরা এই ক্রিসমাসে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই শিল্পকর্মটিতে যেন সেই ভয়াবহ হিমায়িত অবস্থা চিত্রিত করা হয়েছেঃ
![[Photo Source: Anwarts Facebook Page]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1482926_643317202396312_21085396_n.jpg)
[ছবি সূত্রঃ আনোয়ারআর্টস ফেসবুক পাতা]
Merry Christmas and well wishes from Bashar! #Syriapic.twitter.com/ZC3wuM0lp7
— رهام (@Rehambo) December 24, 2013
বাশারের পক্ষ থেকে বড় দিনের শুভেচ্ছা !
এই বিবেচনা করে হানি আব্বাস একটি শরনার্থী তাঁবুর বাইরে রাখা একটি ক্রিসমাস গাছের ছবি এঁকেছেনঃ
![[Photo Source: Hani abbas cartoon]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1521919_575839845830399_1355192424_n.jpg)
[ছবি সূত্রঃ হানি আব্বাস কার্টুন]
![[Photo Source: Mohamad Alweis's Facebook Profile]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2013/12/1483359_10151901959982832_768233404_n.jpg)
[ ছবি সূত্রঃ মোহাম্মদ আলউইসের ফেসবুক প্রোফাইল]