১৬ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে সংকটের পরপরেই পৃথিবীর নবীনতম জাতি দক্ষিণ সুদানকে এটি গ্রাস করেছে। দক্ষিণ সুদানের নাগরিকেরা এবং তাদের বন্ধুবান্ধবেরা দেশটিতে শান্তি এবং ঐক্যের ডাক দিতে #আমারজাতিদক্ষিণসুদান এবং #আমিশান্তিপছন্দকরি নামে দু’টি হ্যাশট্যাগ তৈরি করেছে।
একটি গণভোটের পর ৯ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। সুদানের কাছ থেকে সম্ভাব্য স্বাধীনতার অনুমোদনের জন্য এই গণভোটের আয়োজন করা হয়।
শান্তি এবং জাতীয় ঐক্যের সমর্থনে লেখা কিছু টুইটার বার্তা নিচে উল্লেখ করা হলঃ
I am no politician, I am not in the army, I don't work for the government, Its just that #iChoosePeace for my motherland #SouthSudan
— إيڤا (@Evalopa) December 20, 2013
আমি কোন রাজনীতিবিদ নই। আমি সামরিক বাহিনীর কোন সদস্য নই। আমি সরকারের জন্য কাজ করি না। এটা শুধুমাত্র এই কারণে যে আমি আমার মাতৃভূমি #দক্ষিণসুদানের জন্য শান্তি চাই।
Praying to an end to the madness.. an end to division-ism.. #africa standing with south sudanese #MTISS#MyTribeIsSouthSudan
— #♥♥♥♥|■| (@Gracetandeamara) December 20, 2013
প্রার্থনা করি এই পাগলামির সমাপ্ত ঘটুক…বিভক্তিকরণের অবসান ঘটুক… আফ্রিকা দক্ষিণ সুদানের নাগরিকদের সাথে আছে। #এমটিআইএসএস #আমারজাতিদক্ষিণসুদান
@zelalemkibret@TameZKafir#MyTribeIsSouthSudan does not mean we are faceless or Tribeless, it means we are one, just South Sudanese.
— إيڤا (@Evalopa) December 20, 2013
@জেলালেমকিব্রেত @টামজেডকাফির #আমারজাতিদক্ষিণসুদান এর মানে এই নয় যে, আমরা কোন চেহারা বিহীন বা উপজাতিবিহীন। এর অর্থ এই যে, আমরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
My country & her people & their safety are more important than egos, megalomaniacs & politics. #MyTribeIsSouthSudan#Ichoosepeace
— Aguil Lual Blunt (@AguilB) December 20, 2013
অহংবোধ, নিজেকে বড় বা শক্তিশালী বলে ভাবা এবং রাজনীতির চেয়ে আমার দেশ, দেশের জনগণ, এবং তাদের নিরাপত্তা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
#MyTribeIsSouthSudan this should be the message. Stop fighting your brother for someone else's political gain
— It's Theö™ (@theoScouse) December 20, 2013
#আমারজাতিদক্ষিণসুদান এটি একমাত্র বার্তা হওয়া উচিৎ। অন্য কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার ভাইয়ের সাথে যুদ্ধ করা বন্ধ করুন।

দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিএক মাচার সরকার নিপাতের অভিযোগে অভিযুক্ত। ছবিঃ ভয়েস অব আমেরিকা।
I refuse to start running again, saying NO to another war #Ichoosepeace#MyTribeIsSouthSudanpic.twitter.com/RLJBB3KihN
— إيڤا (@Evalopa) December 20, 2013
আমি আবার দৌড়ানো শুরু করার পক্ষপাতি নই। আর কোন যুদ্ধকে না বলছি।
We must always remember that the government works for us, not the other way around! Fight for peace. #MyTribeIsSouthSudan
— Atima (@missalier) December 20, 2013
আমাদের সবসময়ই মনে রাখতে হবে যে সরকার আমাদের জন্যই কাজ করে। অন্য কারো জন্য নয়! শান্তির জন্য যুদ্ধ করুন।
after all the years of hurting each other, why do we need to continue doing this? #iChoosePeace#MyTribeIsSouthSudanhttp://t.co/JN4mvOVaRc
— amanie illfated (@AmanieIllfated) December 20, 2013
অবশেষে একে অন্যকে আঘাত করার বছর কতগুলো বছর। আমাদেরকে এমনটি আর কতদিন চালিয়ে যেতে হবে ?
War is what divided my Sudan, We don't want it in its South now. I support #MyTribeIsSouthSudan#ichoosePeace
— M.Hamror (@MHamror) December 20, 2013
যুদ্ধ আমার সুদানকে বিভক্ত করেছে। এখন আর আমরা দক্ষিণ সুদানে যুদ্ধ চাই না। আমি #আমারজাতিদক্ষিণসুদান #আমিশান্তিপছন্দকরি কে সমর্থন জানাই।
About 64 tribes call #SouthSudan
home. #MyTribeIsSouthSudan
and #iChoosePeace
#Juba
#SouthSudan
—
CHRIS KWOJI (@KWOJI) December
21, 2013
প্রায় ৬৪ টি উপজাতি #দক্ষিণসুদানকে তাদের দেশ মনে করে। #আমারজাতিদক্ষিণসুদান এবং #আমিশান্তিপছন্দকরি #জুবা #দক্ষিণসুদান
War is what divided my Sudan, We don't want it in its South now. I support #MyTribeIsSouthSudan#ichoosePeace