- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গুগলের ট্যুর বিল্ডার সেবাটিও অনুমোদিত নয় কিউবাতে

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা, কিউবা, যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি
Tour Builder no está disponible para Cuba

কিউবাতে ট্যুর বিল্ডার ব্যবহার করতে চাইলে যা ঘটে তাঁর একটি স্ক্রিনশট। 

ট্যুর বিল্ডার [1] গুগলের একটি নতুন সেবা। এটি এখনো বেটা পর্যায়ে রয়েছে। কিউবার ব্যবহারকারীদের জন্য তা অনুমোদিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, তাঁর কিছু সীমাবদ্ধতার কারণে এটি কিউবার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না। বর্তমানে গুগল আর্থ নামের গুগলের আরেকটি সেবাও কিউবাতে বন্ধ করে রাখা হয়েছে। গুগলের এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালভাবে পৃথিবীর যেকোন স্থানে ভ্রমণে যেতে পারেন। ম্যাশেবলে প্রকাশিত হওয়া একটি প্রবন্ধ অনুযায়ী [2] বলা যায়, ট্যুর বিল্ডার “ব্যবহারকারীদের নিজের বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে বলা গল্পগুলোকে ভিন্ন ভিন্ন উপায়ে বলার সুযোগ করে দিয়েছে।”

এই সহায়ক যন্ত্রটি কিউবার ব্যবহারকারীদের মাঝে খুব দ্রুত উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছে। তারা এ কথা মাথায় রেখেছে যে, তারা ছবি, ভিডিও, লেখা লেখি এবং গুগল আর্থের মাধ্যমে তাদের গল্পগুলো বলতে পারবে। গুগল আগে গুগল আর্থ, গুগল ডেস্কটপ সার্চ, গুগল টুলবার, গুগল এ্যানালাইটিকস এবং গুগল কোড সার্চে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল।

২০১২ সালে কিউবাডিবেটে [স্প্যানিশ] প্রকাশিত একটি প্রবন্ধে [3]নিশ্চিত করা হয়েছে যে, নুতন বিভেদক পর্দাটি কিউবার ভিতরে গুগল অ্যানালিটিকসের ব্যবহারকে বাঁধাগ্রস্ত করে। “এই দ্বীপটিতে পূর্বে সংজ্ঞায়িত নিয়মকানুন হচ্ছে এই বাঁধার মূল ভিত্তি [4]।” এই সময়ে কিউবার ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল বলেছে “অনলাইন চলাচলের ওপর নজরদারি সেবা তাদের ব্যবহার করা উচিৎ নয়, কারণ তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার শর্তকে লঙ্ঘন করা হবে।”

Google no ha podido explicar por qué se incluyó en los servicios censurados para Cuba a Google Analytics, un producto gratuito -como el buscador y el correo electrónico de esa compañía-, que funciona desde Internet, sin tener que ser descargado en la computadora del usuario, por lo que en teoría no hay intercambio o entrega de productos, añadió Cubadebate.

গুগল এ্যানালাইটিক্স সেবাটি কিউবাতে নিষিদ্ধ অন্যান্য সেবার সাথে কেন অন্তর্ভুক্ত করা হল গুগল তা ব্যাখ্যা করতে পারছে না। গুগল এ্যানালাইটিকস এটির সার্চ ইঞ্জিন এবং এটির ইমেইল সাবার মতোই একটি পণ্য, যার জন্য কোন মূল্য পরিশোধ করতে হয় না। এটি পুরোপুরি ওয়েব-ভিত্তিক এবং ব্যবহারকারীকে এটি ডাউনলোড করতে হয় না। কিউবাডিবেট আরো বলেছে যে, কথায় বলতে গেলে যেটা বোঝায় যে এটি ব্যবহার করতে কোন রকম অর্থনৈতিক বিনিময় বা পণ্যের বিতরণ করতে হয় না। 

এ বছরের নভেম্বর মাসে গুগলের নির্বাহী সভাপতি এরিক শোমিট ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন [5], তার আন্তর্জাতিক ভ্রমণ আলোচ্য সূচীতে শীর্ষে থাকা অগ্রগণ্য বিষয় হচ্ছে কিউবা। সাম্প্রতিক সময়ে গুগল শুধুমাত্র এটির সার্চ ইঞ্জিন, চ্যাট, ইমেইল এবং অন্যান্য যোগাযোগ সেবায় প্রবেশের অনুমতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার উপর আরোপিত নিষেধাজ্ঞার ৫১৫.৫৭৮ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী গুগল এই অনুমতি দিয়েছে।