বাহরাইনের ধর্মীয় নেতা বললেন, “জাতীয় দিবস উদযাপন করা পাপ”

Google marked Bahrain's National Day with this Doodle

বাহরাইনের জাতীয় দিবস গুগল এই ডুডুলের মাধ্যমে প্রকাশ করেছে। ছবিঃ @জাস্টযা৩ফার  

বাহরাইনে শুক্রবার নামাজের আগে একটি ধর্মোপদেশ বক্তৃতা থেকে বাহরাইনের ব্লগার মানাফ আল মুহান্দিস টুইট করেছেন। সেখানে একজন ইমাম জাতীয় দিবস উদযাপন করাকে পাপ বলে ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেনঃ

শুক্রবার নামাজের আগে ধর্মানুশাসনের সময় ইমাম আদেল আল হামাদ বলেছেন, মদ পান করার মতোই জাতীয় দিবস উদযাপন করা পাপ (হারাম)। 

তিনি আরও বলেনঃ 

আদেল আল হামাদ জাতীয়তাবাদকে একটি বিভ্রম বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, মানুষ জাতীয়তাবাদের উপর একতাবদ্ধ হতে পারে না। কারণ আল্লাহ তাঁদের ঐক্যবদ্ধ করেন না। কাফের হওয়ার পেছনে এটি একটি কারণ। 

এছাড়াও ধর্মোপদেশ সময় আল হামাদ ইরানের সঙ্গে বাহরাইনের সম্পর্ক নিয়েও কথা বলেন। আল মুহান্দিস টুইট করেছেনঃ 

আদেল আল হামাদ ইরানের শাসন সম্পর্ক বলছেন যে, দেশটি নবী মুহাম্মদ (সঃ) এর সাহাবীদের দ্বারা অভিশপ্ত। এবং এই কারণে যারা ইসলামের সুন্নি সম্প্রদায়কে অনুসরণ করে না তাঁরা মূর্খ।  

আল মুহান্দিস আরও যোগ করেছেনঃ 

আমি কেন আল নুসুফে (মসজিদ) নামাজ পড়তে যাই তা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। এটি একটি ফ্রী কমেডি প্রদর্শনী। 

তিনি ইন্সটগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন, যেখানে ইমাম বলছেন, জাতীয় দিবস উদযাপন করতে নাচা এবং ড্রাম বাজানো হারাম।

১৬ ডিসেম্বর বাহরাইনের জাতীয় দিবস। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .