বাহরাইনে শুক্রবার নামাজের আগে একটি ধর্মোপদেশ বক্তৃতা থেকে বাহরাইনের ব্লগার মানাফ আল মুহান্দিস টুইট করেছেন। সেখানে একজন ইমাম জাতীয় দিবস উদযাপন করাকে পাপ বলে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেনঃ
في خطبة الجمعة لعادل الحمد، يقول لك أن العيد الوطني حرام كحرمة الخمر. #البحرين
— Redbelt (@Redbelt) December 13, 2013
শুক্রবার নামাজের আগে ধর্মানুশাসনের সময় ইমাম আদেল আল হামাদ বলেছেন, মদ পান করার মতোই জাতীয় দিবস উদযাপন করা পাপ (হারাম)।
তিনি আরও বলেনঃ
عادل الحمد يقول أن الوطنية وهم، وما يصير تجتمع الناس على حب وطن لأن الله لا يجمع قلوب المؤمنين بالكفار على شيء واحد. #البحرين #من_صجه
— Redbelt (@Redbelt) December 13, 2013
আদেল আল হামাদ জাতীয়তাবাদকে একটি বিভ্রম বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, মানুষ জাতীয়তাবাদের উপর একতাবদ্ধ হতে পারে না। কারণ আল্লাহ তাঁদের ঐক্যবদ্ধ করেন না। কাফের হওয়ার পেছনে এটি একটি কারণ।
এছাড়াও ধর্মোপদেশ সময় আল হামাদ ইরানের সঙ্গে বাহরাইনের সম্পর্ক নিয়েও কথা বলেন। আল মুহান্দিস টুইট করেছেনঃ
عادل الحمد يقول في “حكم العلاقة مع إيران” أنها دولة تسب الصحابة. وأن أي شخص غير سني فاقد العقل ومجنون. #البحرين
— Redbelt (@Redbelt) December 13, 2013
আদেল আল হামাদ ইরানের শাসন সম্পর্ক বলছেন যে, দেশটি নবী মুহাম্মদ (সঃ) এর সাহাবীদের দ্বারা অভিশপ্ত। এবং এই কারণে যারা ইসলামের সুন্নি সম্প্রদায়কে অনুসরণ করে না তাঁরা মূর্খ।
আল মুহান্দিস আরও যোগ করেছেনঃ
ويقولون لي ليش تصلي في النصف. ستاند أب كوميدي شو ببلاش يا ناس والله.
— Redbelt (@Redbelt) December 13, 2013
আমি কেন আল নুসুফে (মসজিদ) নামাজ পড়তে যাই তা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন। এটি একটি ফ্রী কমেডি প্রদর্শনী।
তিনি ইন্সটগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন, যেখানে ইমাম বলছেন, জাতীয় দিবস উদযাপন করতে নাচা এবং ড্রাম বাজানো হারাম।
১৬ ডিসেম্বর বাহরাইনের জাতীয় দিবস।