চলতি সপ্তাহে পাবলিক ডোমেইন রিভিউ (পিডিআর) একগুচ্ছ হাতে আঁকা অ্যালবুমেন ছবি পোস্ট করেছে। আর এই ছবিগুলো সবাইকে উনিশ শতকের জাপানে ফিরিয়ে নিয়ে গেছে। অ্যালবুমেন হলো এমন একটি প্রক্রিয়া, যাতে ফটোগ্রাফিক কেমিক্যাল কাগজে আটকে রাখতে ডিমের সাদা অংশ ব্যবহার করা হয়।
১৫০ বছর আগে জাপানের জীবন কেমন ছিল, তা তুলে ধরতেই ডাচ ন্যাশনাল আর্কাইভ ছবিগুলো আপলোড করেছে। দেখুন সেই সময়ের জাপানের জীবনধারা:

সামুরাই’রা বর্ম পরে তীরধনুক, শিরস্ত্রাণ, তরোয়াল, বর্শা হাতে দাঁড়িয়ে আছে। ছবি পাবলিক ডোমেইনের।

তিন জাপানি নারী কেশচর্চা করছেন। আনুমানিক ১৮৮০ সালের দিকে আঁকা। ছবি পাবলিক ডোমেইনের।

মাছ ধরা নৌকায় জেলেরা। আনুমানিক ১৮৭০-১৮৯০ সালের দিকে আঁকা হয়েছে। ছবি পাবলিক ডোমেইনের।

ঘরে কম্বল গায়ে শুয়ে আছেন দুই জাপানি নারী। দেয়ালে আঁকা চিত্র এবং কাগজের লণ্ঠন রয়েছে সেখানে। একটি ছোট্ট কাঠের বাক্সের কুশনও দেখা যাচ্ছে। ছবি পাবলিক ডোমেইনের।

বাঁশের মাথায় চিঠি আটকে নিয়ে ছুটছেন ডাকহরকরা। আনুমানিক ১৮৬৮-১৮৯৫ সালের দিকে আঁকা। ছবি পাবলিক ডোমেইনের।

চা পান করতে করতে খোলা বারান্দা দিয়ে দেখা বাগান। ছবি পাবলিক ডোমেইনের।

ভিক্ষার থালা আর সরু টুপি পরে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। ছবি পাবলিক ডোমেইনের।
হাতে আঁকা অ্যালবুমেন প্রিন্টের ৪২ সিরিজে আরো ছবি দেখতে পাবেন এখানে। এই ছবিগুলো আপলোড করেছেন ফেলিস বেইটো, কুশাকাবে কিমবেই এবং রাইমুন্ড ব্যারন ভন স্টিলফ্রিড।