গ্রহণযোগ্যতার মাধ্যমে মেলবন্ধন তৈরির জন্য সংস্কার

Sanskar

সংস্কারের লোগো। ইউএনএওসি'র ওয়েবপেজ থেকে পাওয়া ছবি।

সংস্কার একটি পারস্পরিকভাবে সক্রিয় এ্যান্ড্রয়েড এপ্লিকেশন। এটি “গ্রহণযোগ্যতার মাধ্যমে মেলবন্ধনকে” প্রবর্তিত করে। এটি ব্যবহারকারীদেরকে নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। সারা বিশ্বজুড়ে থাকা ১৮ টি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে বুঝতে এবং এগুলোকে অভ্যর্থনা জানাতে খেলাধুলা এবং এ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। এই এ্যাপলিকেশনটি যারা তৈরি করেছেন, তারা এটিকে বিভিন্ন সংস্কৃতির মাঝে পারস্পরিক যোগাযোগের জন্য জনগণকে গেম খেলার মাধ্যমে প্রশিক্ষণ দিতে ব্যবহার করতে চান।

ক্রিয়েট ইউএনএওসি ২০১২ প্রতিযোগীতার পাঁচ বিজয়ীর মাঝে একটি হল সংস্কার। এই প্রতিযোগীতাটি আয়োজন করেছে ক্রিয়েট ইউএনএওসি। এই বৈশ্বিক প্রতিযোগীতাটির সহ-আয়োজক হিসেবে ছিল জাতিসংঘ সভ্যতা মৈত্রী, দ্যা লার্নিং গেমস নেটওয়ার্ক এবং এমআইটি শিক্ষা বিষয়ক বাজার। এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে মোবাইল এপ্লিকেশন এবং গেমস সৃষ্টির মাধ্যমে আন্ত-সাংস্কৃতিক কথোপকথনের জন্য একটি নতুন পথ তৈরি করার জন্য। অমৃতা সেন্টার ফর ওয়্যারলেস নেটওয়ার্ক এন্ড এপ্লিকেশন এই সংস্কার এপ্লিকেশনটি তৈরি করেছে।

এই এপ্লিকেশনটির লক্ষ্য হচ্ছে, সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে সেবা প্রদান করা। এটি বিভিন্ন হাতিয়ার প্রদান করবে, যেগুলো অন্যান্য সংস্কৃতিকে বুঝতে সাহায্য করবে। বিভিন্ন কুইজ প্রশ্নের মাধ্যমে প্রতিটি কার্যক্রম একক অনুসরণ করা হবে, যেন এক্ষেত্রে আপনার অগ্রগতি মূল্যায়ন করা যায়। ব্যবহারকারী ব্যক্তি এই এপ্লিকেশনের মাধ্যমে যেকোন ধরণের সূচী তৈরি করতে পারবেন এবং তাঁর সাংস্কৃতিক জ্ঞান বাড়াতে একটি ডাটাবেইজ তৈরি করে সেটি শেয়ারও করতে পারবেন।

আধ্যাত্মিক দেবী শ্রী মাতা অমৃতানন্দময়ী দেবীর (“আম্মা” নামে পরিচিত) প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। চীনের সাংঘাইয়ে অবস্থিত ইউএনএওসির মঞ্চে তাকে সম্ভাষণ জানানো হয়। পৃথিবীর নানান সংস্কৃতির লোকের মাঝে মেলবন্ধন তৈরির জন্য অন্যদের শ্রদ্ধা জানানো, বুঝতে পারা এবং অভ্যর্থনা জানানোর উপর তিনি বেশী গুরুত্ব আরোপ করেছেন। 

Sanskar2

ইউএনএওসি'র ওয়েবপেজে পাওয়া সংস্কারের তিনটি ভিন্ন ধরণের ব্যবহারের স্ক্রিনশট। 

সংস্কার এখন তৈরির শেষ ধাপে রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি গুগল প্লে স্টোরে প্রকাশিত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .