ইআইএফএলের পাবলিক লাইব্রেরীর উদ্ভাবন কার্যক্রম (ইআইএফএল – পিএলআইপি) অনুমোদনে উন্নয়নশীল অথবা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাওয়া অর্থনীতির দেশগুলোর পাবলিক এবং কমিউনিটি লাইব্রেরীগুলোকে আবেদন করতে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈধ প্রকল্পগুলো নূতন নূতন সেবা আরম্ভ করবে। এই সেবাগুলো সৃষ্টিশীল কাজে আইসিটির ব্যবহার করবে। নিজ নিজ গোষ্ঠীতে শিশু এবং তরুণদের তাদের প্রয়োজনকে উদ্দেশ্য করে এই সেবাগুলো তৈরি করা হবে। আবেদনকারীরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যমানের প্রকল্প জমা দিতে পারবেন।
প্রকল্পটিতে যা যা থাকতে হবেঃ
- শিশু এবং তরুণদের চাহিদা পূরণ করতে পারে, এমন সৃজনশীল পথ অবলম্বন করতে হবে, এবং
- নূতন এবং সৃজনশীল উপায়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে, এবং
- সরকারী বিভিন্ন বিভাগ বা এজেন্ট ব্যবসায়ী, সুশীল সমাজ অথবা প্রযুক্তি উদ্ভাবকের সাথে যৌথভাবে কাজ করতে হবে।
আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ইআইএফএল সাইটটিতে প্রবেশ করুন। উপযুক্ত খরচ, নির্বাচনের বিভিন্ন মানদণ্ড, সময়সূচী, সফল আবেদনকারীদের জন্য বিভিন্ন পরামর্শ এবং অন্যান্য আরো অনেক কিছু এখান থেকে জানতে পারবেন।
আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারী, ২০১৪।