সমালোচিত “সন্ত্রাস-বিরোধী আইন” পাস করল সৌদি আরব

রাজনৈতিক সংস্কার চাওয়াকে এখন থেকে সৌদি আরবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা হবে। একটি নতুন আইন অনুযায়ী আজ থেকেই এটা কার্যকর হবে।

সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলাজিজ আল সৌদের সভাপতিত্বে মন্ত্রীদের গঠিত কাউন্সিলে সোমবারে [১৬ ডিসেম্বর], সন্ত্রাসী অপরাধের জন্য এবং সন্ত্রাসকে মদদ দেয়ার জন্য শাস্তি সংক্রান্ত আইন পাস করেছে। ২০১১ সালের জুলাই মাসে এমেনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)যখন এই আইনটির খসড়া ফাঁস করে দিয়েছিল, তখন এটি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। তখন এআই মন্তব্য করেছিলঃ  

যদি এটি পাস করা হয়, তবে এমনকি শান্তিপূর্ণভাবে ভিন্নমত প্রকাশের জন্য একটি ছোট কাজের জন্যও রাস্তা বন্ধ হয়ে যাবে। ভিন্নমত প্রকাশের জন্য কোন ছোট পদক্ষেপকেও সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করা হবে। এতে করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যাবে। […] খসড়াটিতে “সন্ত্রাসী অপরাধের” সংজ্ঞা এতোটা বিস্তৃত যে এটিকে বহুদূর প্রসারিত রূপদান করা যায় এবং অন্যায় সুবিধা গ্রহণ করা যায়। এটির দ্বারা বৈধ ভিন্নমত প্রকাশকারীদেরকেও অপরাধী হিসেবে আইনের আওতায় আনা যাবে।

খসড়া আইনটির অধীনে “জাতীয় ঐক্য…বিপন্নকারী’’, “মৌলিক আইনটি অথবা এটির কিছু ধারা সাময়িকভাবে নিবৃত্তিকারী” অথবা “রাষ্ট্রের বা তাঁর অবস্থানের সুনাম খর্বকারী”যেকোন কাজকে সন্ত্রাসী অপরাধের অন্তর্ভূক্ত বলে মনে করা হবে। 

The covering of the draft of the "anti-terrorism" law as leaked by AI.

The cover of the draft of the “anti-terrorism” law as leaked by AI.

 

আরো নির্দিস্ট করে বলা যায়, এই খসড়া আইনটিতে কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড আরোপ করা হবে। “যে কেউ, তাঁর কথা দিয়ে বা লেখালেখির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমকে উসকে দিলে, রাজতন্ত্রের রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে কোন কাজ করলে বা জাতীয় ঐক্যকে কোন চিন্তাভাবনার দ্বারা আঘাতের চেষ্টা করলে” তাকে কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হবে…।”                               

নিয়োগকৃত পরামর্শকারী সভার একজন মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে আগে বলেছিলেনঃ 

উপদেষ্টা সভাসদের মুখপাত্র, মোহাম্মাদ আলমোহান্না বলেছেন, “প্রকাশিত হওয়া আইনটি কেবলমাত্র খসড়া করা হয়েছে, এখনো চূড়ান্ত হয়নি।”    

তিনি বলেছেন, “শুরা কাউন্সিলের একটি সভায় এটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কেবলমাত্র একটি খসড়া এবং শরিয়া (ইসলামিক আইন) আইনের সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করতে এটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 

চূড়ান্ত আইনটি এখনো দাপ্তরিকভাবে প্রকাশ করা হয়নি।

সিঘ নামক একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য [আরবি] করেছেনঃ 

এই আইনটিতে সন্ত্রাসী অপরাধ এবং এটিকে মদদ দাতার সংজ্ঞা, আজ অনুমোদন দেয়া হয়েছে। সৌদি আরবে রাজনৈতিক সংস্কার করতে যদি কোন প্রচেষ্টা চালানো হয়, তবে সেটিকেও এই আইনের অধীনে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে!! 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .