চীনের বৃহৎ ওয়েব প্রতিষ্ঠান আলিবাবা, বাইডু সকলের জন্য অনলাইনে বিনিয়োগ তহবিল চালু করেছে

Screen capture from Yu'E Bao's homepage. It's banner showing a happy man growing money from the tree.

ছবি ইয়েবাও-এর মূল পাতা থেকে নেওয়া হয়েছে। এই ব্যানারটি প্রদর্শন করছে যে একজন সুখী মানুষ টকার গাছ থেকে টাকা জন্মাচ্ছে।

এই প্রথমবার চীনের ইন্টারনেট ক্ষমতাশালী অনলাইন প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় সব বিনিয়োগের উপায় তৈরী করে দেশটির অর্থনৈতিক খাতকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যে খাতে কর্তৃত্ব করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো, প্রথাগতভাবে এই সব ব্যাংক ক্ষুদ্র প্রতিষ্ঠান অথবা ব্যক্তির বদলে বড় বড় প্রতিষ্ঠানের প্রতি মনোযোগ প্রদান করে থাকে।

সম্প্রতি প্রাথমিক ভাবে আলিবাবা, বাইডু এবং টেনসেন্ট নামক কোম্পানীর বিনিযোগ তহবিল-এর মত পণ্য সেবা প্রদানের মাধ্যমে মুদ্রা বাজার প্রবেশ, চীনা বিনিয়োগকারীদের জন্য ব্যাপক সফলতা এনে দিয়েছে। জুন ২০১৩-এ, চীনের সর্ববৃহৎ অনলাইন ই-কমার্স ব্যবসা সাইট আলিবাবা, তার সাথে যুক্ত আলিপে-তে বাজার তহবিল-এর জন্য ইউ’ই বাও নামক সেবা উদ্বোধনের মাধ্যমে এই খাতে যাত্রা শুরু। ইউ’ই বাও-এর মানে “অবশিষ্ট সম্পদ”। আলিপে তৃতীয়- কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা লেনদেন করে, যা অনেকটা পেপাল নামক সাইটের মত কাজ করে। এটি তার আশি কোটি নিবন্ধিত গ্রাহককে এই সাইটের সরাসরি তহবিলে যে কোন প্রকার অর্থ বিনিয়োগের সুযোগ করে দেয়, যার বার্ষিক আয়ের হার ৩ থেকে ৪ শতাংশ এবং তারা যে কোন সময় বিনিয়োগকৃত অর্থ উঠিয়ে ফেলতে পারে। ১৪ নভেম্বর পর্যন্ত ইউ’ই বাও ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার সঞ্চয় করতে সক্ষম হয় এবং চীনের সবচেয়ে ফাণ্ডে পরিণত হয়

ইউ’ই বাও-এর ব্যাপক সাফল্যের পর, চীনের অন্য কোম্পানীসমূহ দৃশ্যপটে হাজির হয়। ২৮ অক্টোবর তারিখে চীনের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চ ইঞ্জিন অনলাইন উপাদান হোস্টিং কোম্পানী বাইডু, তার নিজস্ব বাইডু ফিনান্স সেন্টার চালু করে এবং প্রথম দিন পাঁচ ঘণ্টার মধ্যে চীনা আইন অনুসারে সর্বোচ্চ এক বিলিয়ন ইউয়ান (১৬৪.৩ মিলিয়ন মার্কিন ডলার) হিট লাভ করে।

দেশটির সবচেয়ে জনপ্রিয় মোবাইল মেসেজ অ্যাপস হিসেবে উইচ্যাট ইতোমধ্যে তার সফলতা প্রদর্শন করেছে, এবং টেনসেন্ট মালিকানাধীন এই অ্যাপস আর্থিক সেবা প্রদানকারী স্থাপনা তৈরীর জন্য শীঘ্রই তার পরিধি স্মার্টফোন অবধি বিস্তৃত করতে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উইচ্যাটে একটি সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই পদ্ধতিতে ব্যবহারকারীদের ব্যাংক ক্রেডিট- কার্ড উই চ্যাটের একটা লিঙ্কের সাথে যুক্ত থাকবে, টেনপে-এর টেনসেন্টের মাধ্যমে তারা সেখানে টাকা জমা দিতে পারবে। .

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েবোতে ওয়েব ব্যবহারকারীরা এই নতুন ধারার প্রশংসা করেছে, যেমন বিনিয়োগ খাতে কাজ “ সিনিয়র ফিনান্সিয়াল লিটিল উইকড গার্ল ” (@资深金融小邪女):

资深金融小邪女:小邪女为啥支持余额宝?因为这是草根阶层的福祉之一。一些金融机构,开始怂恿监管机构研究如何‘收拾’余额宝了。当然,监管机构也不是傻瓜。这些金融机构,甚至开始动用舆论、大V等等,展开对余额宝的攻击。尼玛,羡慕嫉妒恨,要靠真本领啊!让那些抱残守缺者,靠打压和垄断获得生存者,去死吧!

কেন আমি ইউ’ই বাওকে সমর্থন করব? কারণ এটি মাঠ পর্যায়ে সুবিধা প্রদান করবে। বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করছে যেন তারা ইউ’ই বাওকে শাস্তি প্রদান করে, আর এ ক্ষেত্রে তারা জনমত এবং সেলিব্রেটি একাউন্ট ব্যবহার করছে। যারা রক্ষণশীল, একচেটিয়া করবার যাদের ভিত্তি ও যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার চেষ্টা করে, তারা গোল্লায় যাক!

সান সিইয়ুয়ান এক অর্থনীতি বিষয়ক সংবাদদাতা, তিনি বিশ্বাস করেন যে অনলাইন মুদ্রা বিনিয়োগে চীন এক সময় নেতৃত্ব গ্রহণ করবে:

前几天和几个华尔街资深从业者聊当下在国内很火的互联网金融,但遗憾大家都未听说这个概念。华尔街大型金融机构的”高富帅”早已分配好利益格局,怎肯让搞互联网的”屌丝”动这块蛋糕?美国对于金融的严厉监管也很难让天马行空的互联网有什么大作为,但国内监管的刻意滞后让中国有机会弯道超车美国,期待!

চীনের ইন্টারনেট মুদ্রা খাতে যে বিশেষ উন্নয়ন হয়েছে সে বিষয়ে আমি কয়েকদিন আগে বেশ কয়েকজন ওয়াল স্ট্রিট সাংবাদিকের সাথে কথা বলেছি, দুঃখের বিষয় হচ্ছে এই যে এই বিষয়ে তারা এখনো কোনকিছু জানে না। যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির কারণে ইন্টারনেট কোম্পানির জন্য এই ক্ষেত্রে বড় কিছু করা বেশ কঠিন। বিনিয়োগ কার্যক্রমের উপর যুক্তরাষ্ট্রের শক্ত নীতির কারণে সেখানে এই খাতের [অনলাইন বিনিয়োগ] উন্নয়ন মোটেও সহজ নয়। এদিকে নীতি নির্ধারণের (বিশেষ আইনের) অনুপস্থিতির কারণে চীন হয়ত একদিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে [অনলাইন বিনিযোগের ক্ষেত্রে]

“ফ্লাইং হাই ১৯৮৫” (@展翅高飞1985), এক সাধারণ ওয়েবো ব্যবহারকারী, সে আলিবাবা সেবা সংশ্লিষ্ট বিষয় তার প্রতিদিনের কার্যক্রম বর্ণনা করেছে :

呃。。。每天必做的事情之三:到@淘宝网 首页领淘金币,到@支付宝 查看余额宝收益,到@百度理财 看百赚收益!我是一个感恩和知足的人!

প্রতিদিন তিনটি অবশ্য করণীয় কাজ রয়েছে:স্বর্ণের মুদ্রা সংগ্রহের জন্য তাওবাও.কমে প্রবেশ করা; ইউ’ই বাও-এর সুবিধাদি যাচাই করার জন্য আলিপে-তে প্রবেশ করা; সুবিধাদি যাচাই করার জন্য বাইডু ফিনান্স-এ প্রবেশ করা।

তবে কেউ কেউ এই বিষয়ে অনেক বেশী ইতস্তত বোধ করছে। “ইন্টারনেট ওয়াচার এন্ড রিসার্চার” (@互联网观察与研究员) নামক ওয়েবো ব্যবহারকারী বলছে:

余额宝的‘暴富’只能说明中国的金融市场有多么初级和原始。

ইউ’ই বাও; রাতারাতি ধনী হতে চাওয়া, বিষয়টি আর কিছুই নয় মুদ্রা বাজারে চীনের আদি স্বভাবের প্রতিফলন।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .