১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মিশরের সবচেয়ে বড় তুষার ঝড় আঘাতের পরে কায়রোর গিজার স্পিংক্সের (গ্রীক পুরাণে উল্লিখিত নারীর মুখ ও সিংহের দেহবিশিষ্ট ডানাওয়ালা দানব) এই আলোকচিত্রটি দ্রুত ছড়িয়ে পড়েছে। একটি সমস্যা যদিও আছে – আর তা হল এটা মিশরে তোলা হয়নি।
নিচের এই টুইটটি সাত হাজারেরও বেশি বার পুনরায় টুইট করা হয়েছে এবং প্রিয় তালিকায় চার হাজারেরও বেশি বার অন্তর্ভুক্ত হয়েছে:
Egypt's first snow in 100+ years covers the Sphinx. Think about it: this is likely the FIRST picture of this EVER! pic.twitter.com/3B7JJ3lWwJ
— Mind Blowing (@MindBlowing) December 14, 2013
১০০ বছরেরও বেশি সময় পর স্পিংক্স জুড়ে মিশরের প্রথম তুষার। একবার ভাবুন: এ রকম ছবি সম্ভবত এটিই প্রথম !
মিশরীয় মোনা এলতাহাউই গোমর ফাঁস করে দিয়েছেনঃ
The Sphinx in the snow pic is not from #Egypt, people. It's from a theme park in #Japan.
— Mona Eltahawy (@monaeltahawy) December 14, 2013
তুষারের মধ্যে স্পিংক্স এর এই ছবিটি আসলে মিশরের নয়। এটি জাপানের একটি থিম পার্কের ছবি।
এবং মা জোনস সম্মত হয়েছেন যে আলোকচিত্রটি প্রকৃতপক্ষে একটি জাল ছবি।
জাল স্পিংক্সের এই আলোকচিত্র অনুসরণে ভরাডুবির পর মিশরের সন্দেহজনক এই তুষারপাতের ছবি টুইটার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্ল্যানেট আর্থের এই আলোকচিত্রটি পরীক্ষাও করা হয়েছে:
For the first time in 112 years, snow has fallen across #Egypt !!! pic.twitter.com/ilDIQanXVH
— Planet Earth (@planetepics) December 15, 2013
১১২ বছরে প্রথমবারের জন্য, মিশর জুড়ে তুষার পড়ছে!!!
@planetepics@DavidSandum No, it hasn't. Hoax.
— ZOMG Michael (@nowever) December 15, 2013
@প্ল্যানেটপিক @ডেভিডসান্ডাম না, সেখানে তুষার পড়েনি। এটা ধাপ্পাবাজি।
মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ এই মিশরীয় উটের জন্য দুঃখ বোধ করেছেন:
Poor camel RT @nycjim: Amazing: Snow Covers Egypt for First Time in 100 Years. http://t.co/0INbacugSSpic.twitter.com/FM5emE1EKW
— Nicholas Kristof (@NickKristof) December 13, 2013
অভাগা উট আর.টি. @এনঅয়াইসিজিম: বিস্ময়করঃ ১০০ বছরের মধ্যে প্রথমবারের জন্য মিশর তুষারে ঢাকা পড়েছে।
এই উটটি বাস্তব না ধাপ্পাবাজি সে ব্যাপারে কোন কথা নয় – বা এমনকি ছবিটি মিশরে তোলা হয়েছে কিনা।