সম্প্রতি রিপোর্ট করা হয়েছে যে, সিরিয়ার লুকানো রাসায়নিক অস্ত্র আলবেনিয়াতে ধ্বংস করা হবে। এ খবরে আলবেনিয়ার নাগরিকরা বেশ ক্ষুব্ধ। তারা এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় বেড়িয়ে এসেছে। প্রতিবাদের পরপরই আলবেনিয়ার সরকার সিরিয়ার ১ হাজার ৩ শত মেট্রিক টন সারিন, মাস্টারড এবং অন্যান্য অনুঘটক আলবেনিয়াতে ধ্বংস করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
আলবেনিয়ার ইন্টারনেটবাসীরা অনলাইনে এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
প্রেসিডেন্ট ওবামার কাছে লেখা একটি খোলা চিঠিতে আলবেনিয়া রিলোডেড লিখেছেঃ
আমি আলবেনিয়ার চরম উদ্বিগ্ন একজন নাগরিক যে লক্ষ লক্ষ আলবেনীয়র মত একটি খবরে মর্মাহত। খবরটি হচ্ছে, আসাদ সরকারের মারাত্মক বিষাক্ত রাসায়নিক অস্ত্র ভাণ্ডার আলবেনিয়ার তীরে অবতরণ করতে যাচ্ছে।
২৮ হাজার বর্গ কিলোমিটারের এই ছোট অতিরিক্ত জনবহুল দেশটি দরিদ্র পরিকাঠামো সহ অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি, পর্যটন ইত্যাদি প্রতিটি খাতে অগণিত সমস্যায় জর্জরিত। আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সংগঠিত অপরাধ। গত দুই দশক ধরে আমারা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছি। আলবেনিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত হবে খুবই ভয়ংকর। এই সম্ভাব্য সিদ্ধান্ত আলবেনীয়দের জীবন এবং তাঁদের অনাগত প্রজন্মের উপর প্রশ্নাতীতভাবে মারাত্মক প্রভাব ফেলবে।
রবার্ট কাইরিয়াকিদেস তার ব্লগে বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমার উঠানে নয় – আলবেনিয়ায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র অন্তক:
এই দিনগুলোতে সিরিয়া সম্পর্কে আমরা বেশি কিছু শুনতে পাইনি। এর অর্থ হচ্ছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের চুক্তি পাশ্চাত্য গণতন্ত্র দ্বারা তাঁদের উপর হস্তক্ষেপের হুমকি দূর করে দিয়েছে। তাঁরা এখন সিরিয়ায় বোমা নিক্ষেপ করবে না এবং তাদের বন্ধুদের কাছ থেকে সামান্য সাহায্য নিয়ে ধ্বংস ও মৃত্যু দিয়ে তাঁরা তাদের নিজের ধ্বংস ডেকে আনবে যেটি সিরিয়ানরা নিজেদের উপর আরোপ করেছিল।