নির্বাচনে কারচুপির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের ডাকা বিক্ষোভ রোধ করা অব্যাহত রেখেছে কুখ্যাত ডান পক্ষের চরমপন্থীরা, যারা ‘গ্যাস ট্যাঙ্ক গ্রান্ডপাস’ ডাক নামে পরিচিত।
স্টোরিফাই ব্যবহারকারী @ডাবলুযেএসফ্রি এই সপ্তাহের শুরুর দিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি ছোট শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধের চেষ্টারত ডান পক্ষ দলের কিছু ছবি শেয়ার করেছেন। ইউটিউব ব্যবহারকারী বায়োফিজিক্স৭ নিচে সংঘর্ষের সময়কার কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছেন।
http://www.youtube.com/watch?v=b3xIx2dxL84
গত সেপ্টেম্বর মাসে, নিউইয়র্ক সিটির একটি সন্ধ্যাকাল জাগরণ প্রতিরোধের সময় প্রতিবাদকারীরা ‘গ্রান্ডপাস’দের কোন একজনের ধারণকৃত অডিও বার্তা ঘটনাক্রমে প্রকাশ (এখনও কোন ইংরেজি উপশিরোনাম পাওয়া যায়নি) করে দেয় যে, ক্ষমতাশীল এবং রক্ষণশীল রাজনৈতিক দল থেকে প্রতি বিক্ষোভ প্রতিরোধে তাঁরা ১০০ ডলার করে পেয়েছে।
চরম ভাষা, রুমাল ও সামরিক ইউনিফর্ম দ্বারা চিহ্নিত এই সহিংস ‘গ্রান্ডপাস’ দলটি শুধুমাত্র ৫০ ঊর্ধ্ব বয়স্ক পুরুষদের নিয়ে গঠিত। প্রতিবাদকারীদের ‘সরকার বিরোধী সমাজতন্ত্রবাদী’ নাম দেয়া হয়। বহনযোগ্য গ্যাস ট্যাংক, অগ্নি নির্বাপক ও লাঠি সহ সমস্ত প্রকারের অস্ত্র চালনা করে বলে তাঁরা এই ডাক নাম অর্জন করেছে।