শিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্বকে কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে চীন

A language school in the Tianhe district of Guangzhou. Photo by Jussi Mononen CC: AT-NC-SA.

গুয়াংজুর তিয়ানহে এলাকার একটি ভাষা শিক্ষা কেন্দ্র। ছবি জুসি মোনোনেন-এর। সিসিঃ এ্যাট-এনসি-এসএ।

চীনের কিছু অংশে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষায় শিক্ষা প্রদানের গুরুত্বকে কমিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে, অনলাইনে এই উদ্যোগের প্রবল প্রশংসা করা হয়েছে।

অক্টোবর ২০১৩ থেকে শিক্ষা ব্যবস্থায় ইংরেজির মাধ্যমে শিক্ষা গ্রহণের উৎসাহকে কমিয়ে আনার জন্য বেইজিং পৌর শিক্ষা পরিষদ ধারাবাহিক কয়েকটি সংস্কারের সূচনা করে। পরিষদ, চীনের জাতীয় উচ্চ শিক্ষা প্রবেশিকা পরীক্ষা গাওকাও-এ,ইংরেজি যোগ্যতা পরীক্ষা গুরুত্ব কমিয়ে , তা ১৫০ থেকে ১০০ নম্বরে নিয়ে এসেছে। পাশাপাশি চীনা ভাষার যোগ্যতা পরীক্ষার গুরুত্ব বাড়িয়ে নতুন পদ্ধতিতে এর নম্বর বাড়িয়ে ১৫০ থেকে ১৮০ করা হয়েছে যা ২০১৬ সাল থেকে কার্যকর হবে।

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে ইংরেজি শিক্ষার বিষয়টিও বাতিল করা হয়েছে।

এই নীতি পরিবর্তনের বিষয়টিতে চীনা কমিউনিস্ট পার্টির চিন্তাবিদ যেমন ইন্টিলিজেন্স রিসার্চ একাডেমীর সমর্থন রয়েছে, চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (চীনা জনতার রাজনৈতিক পরামর্শ সম্মেলনে) উক্ত সংস্থার প্রধান ঝাং শুহুয়া যুক্তি প্রদর্শন করে যে সামগ্রিক ভাবে ইংরেজি- ভাষায় পাঠ গ্রহণ করা শিক্ষার জন্য “ধ্বংসাত্মক”। ঝাং জোর দেন যে ভাষাকে এক চূড়ান্ত সমাপ্তির বদলে সামাজিক সংস্কারের এক মাধ্যমে এবং উন্নয়ন হিসেবে ব্যবহার করা উচিত।

বেইজিং-এর শিক্ষা বিভাগের কর্মকর্তাদের তুলনায় অন্য প্রদেশের কর্মকর্তারা অনেক বেশী বিচিত্র পদ্ধতি গ্রহণ করেছে। যেমন উদাহরণ হচ্ছে সাংহাই–এর কর্মকর্তারা ২০১৪-এর গাওকাও পরীক্ষা থেকে ইংরেজি শ্রবণ পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এদিকে জিয়াংসুর কর্মকর্তারা গাওকাও-এর সাথে একত্রে ইংরেজি মান যাচাই পরীক্ষা বাতিল করার বিষয়টি বিবেচনা করছে

চীনের সোশ্যাল ওয়েবে এই সকল পরিবর্তন ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর সমর্থন লাভ করছে, যেখানে ইংরেজি এবং চীনা ভাষাকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার প্রবণতা রয়েছে। যেমন এক উদাহরণ হচ্ছে স্থানীয় এক জনপ্রিয় সংবাদপত্রের মন্তব্য বিভাগে নীতি পরিবর্তন বিষয়ক ফনিক্সের বিশেষ সংবাদের বিষয়ে গুয়াংজুর এক নেট নাগরিক লিখেছে:

英语害了多少中国人,早该废除了。本来英语是一门语言,应该按学语言的方式来学英语,可国人却把英语当符号来学,死记硬背,应付考试了之。[…]曾经一段时期,很多专业要英语过多少级才能获得学位,这就使很多学生把时间都用来攻英语,而专业课却勉勉强强,学而不精。

语文不单是一门语言,它承载着祖国的千年文化,它不只是文学,也是人学。提高语文的地位,增加国学内容,削减英语的分量,利国利民。

ইংরেজ ভাষায় শিক্ষার কারণে কতজন চীনা নাগরিক আহত হয়েছে? অনেক আগে এটিকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। ইংরেজি হচ্ছে একটি ভাষা এবং ভাষা হিসেবে সেটি শেখা উচিত। কিন্তু পরীক্ষা পদ্ধতির কারণে চীনা ছাত্রদের ছাপানো প্রতীক হিসেবে ইংরেজি শব্দ শিখতে হয়। […] একটা সময় পর্যন্ত কিছু বিশ্ববিদ্যালয় দাবী করত যে তাদের ছাত্ররা তাদের ডিগ্রি লাভের পূর্বশর্ত হিসেবে ইংরেজি ভাষা যাচাই পরীক্ষায় পাশ করে থাকে। ছাত্রদের ইংরেজি শেখায় সকল সময় ব্যয় করতে হয় আর এ কারণে তার তাদের বিষয়ভিত্তিক পড়াকে উপেক্ষা করে।

চীনা ভাষা কেবল ভাষা কেবল একটি ভাষা নয়, এটি আমাদের দেশের হাজার বছরের সংস্কৃতির সাথে যুক্ত। এটা একই সাথে সাহিত্য এবং মানবতা দুটোকেই যুক্ত করে। চীনা ভাষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজী ভাষাকে ছেটে ফেলার বিষয়টি আমাদের দেশ এবং সাথে আমার নাগরিকদের জন্য সুবিধা এনে দেবে।

অনলাইন ব্যাপকভাবে প্রচারিত ছদ্মনামে লেখা একটি প্রবন্ধ, যদিও তা চাইনিজ ড্রিম–এর আনুষ্ঠানিক রাজনৈতিক প্রচারণার নীতির সাথে যুক্ত, সেখানে বলা হচ্ছে:

不立即废除英语高考,中国复兴梦是白日梦!【转】 学英语是是孩子的恶梦,中国人的肿瘤,应该做手术了。
[…] 为了学英语浪费了多少有志之士的心血?这是我国科技发展迟缓的一个重要因素。全民学英语是中国教育的一大失败,高层应当进行反思。

যতদিন ইংরেজি টেস্ট গাওকাও-এর অংশ হয়ে থাকবে, ততদিন চীনের পুনর্জাগরনের স্বপ্ন এক দিবা স্বপ্ন হয়ে থাকবে। [রিপোস্ট] ইংরেজি ভাষা শিশুদের জন্য এক দুঃস্বপ্ন, চীনের নাগরিকদের জন্য একটি টিউমার। এখন সময় এসেছে,সার্জারি করার?[…]। কতজন ব্যক্তি ইংরেজি ভাষা শেখার কাজে ঘণ্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছে। আমাদের দেশের বিজ্ঞান এবং প্রযুক্তিকে পিছিয়ে নিয়ে যাওয়ার পেছনে এটি অন্যতম উপাদান হিসেবে কাজ করছে। প্রাথমিক ইংরেজি ভাষা শিক্ষা চীনা শিক্ষা ব্যবস্থার এক ব্যর্থতা আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই বিষয়ে মনোযোগ প্রদান করা উচিত।

কিছু কিছু শিক্ষাবিদ এরকম মৌলিক পরিবর্তনের জন্য কথা বলার ক্ষেত্রে সব স্বাচ্ছন্দ্য বোধ করে না। শিক্ষাবিদ লিঙ্গ জং উয়ি (@凌宗伟১৩৭৬৩৬১৮৬০) আদর্শিক যুক্তিকে প্রত্যাখান করেছে:

一个想复兴的民族,拒绝学外语,如何融入世界呢?我甚至怀疑取消英语教学与考试是一个阴谋。

বিদেশী ভাষা শিক্ষা ছাড়া কিভাবে একটি জাতির আবার জেগে ওঠা সম্ভব? কি ভাবে তা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারে? এই নীতির বিষয়ে আমি খানিকটা হতাশ এবং আমার মন বিশ্বাস করতে চাইছে যে ইংরেজি ভাষায় শিক্ষা এবং পরীক্ষা দেওয়ার বিষয়টির বিলুপ্তি একটা ষড়যন্ত্র।

চলতি ঘটনাবলি পর্যবেক্ষক জু জিয়াংমিন (@许建民) এই শিক্ষা আন্দোলনের বিষয়টিকে বিরক্তিকর হিসেবে আবিস্কার করেছে:

当下,取消英语教学和考试之风,似乎越演越烈。人有惰性,谁都不愿考试。当年文革,学生们不仅反对考试,还打倒教师,砸烂学校,的确轻松潇洒。结果,却是荒废了学业,虚度了年华,多少人抱憾终生。经济全球化以来,印度发展加快,原因就在于英语的普及。因此,英语教学不应强制推行,但也不应一风吹。

ইংরেজি ভাষায় শিক্ষাদান এবং পরীক্ষা নেওয়ার বিষয়টির বিলুপ্তির আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। স্বভাবগত ভাবে ছাত্ররা অলস এবং তারা পরীক্ষা দিতে চায় না। সংস্কৃতি বিপ্লবের সময় ছাত্ররা পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। তারা শিক্ষকদের প্রহার করেছিল, আর স্কুল ঘর ভেঙ্গে ফেলেছিল। আর সে সময় সবকিছু যেন স্বাভাবিক ভাবে এসেছিল। ঘটনাক্রমে তারা তাদের সময় এবং শিক্ষা দুটোই বিনষ্ট করেছিল, আর তাই নিয়ে বাকি জীবন তাই নিয়ে অনুতাপ করতে হয়েছে। এখন অর্থনৈতিক বিশ্বায়নের যুগ। ভারত তার জনপ্রিয় ইংরেজি শিক্ষা পদ্ধতির মাধ্যমে তার উন্নয়ন পরিচালনা করেছে। এই বিষয়ে আমিও একমত যে ইংরেজি ভাষায় শিক্ষা দান পদ্ধতি অপরিহার্য নয়, কিন্তু এই শিক্ষা পদ্ধতির বিলুপ্তি আরেক কাহিনী।

গ্রে পিজিয়ন সিলভার ওয়াটার (@灰鸽子银水) বিশ্বাস করে বিশ্বাস করে যে এই নীতি শিক্ষার অঙ্গনে বিভক্ত সৃষ্টি করবে:

根据我对山东河南高中教育的一些了解,高考取消英语,只是取消了穷孩子学英语的权利而已,人生,又一扇窗关掉了。至于沿海的,有钱人家的孩子,他们反正是要本科出国念的,或者会在国内大学大二出国交换的,反正会学好英语的。

শানডং এবং হেনান প্রদেশের উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষা প্রদানের সময় আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, গাওকাও থেকে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়টি বাতিল করে দেওয়ার মানে হচ্ছে গরীব ছাত্রদের ইংরেজি ভাষা শিক্ষা থেকে বঞ্চিত করা, যেখানে ধনী পরিবারের সন্তানেরা বিদেশে গিয়ে ভিন্ন ভাষা শিক্ষার সুযোগ নিতে পারে, কিংবা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে তাদের পাঠ্যসূচী বিনিময়ের সুযোগ রয়েছে, যেখানে তাদের সবসময় ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ রয়েছে।

ঘটনা হচ্ছে, ছাত্রদের জন্য একটি বেসরকারি ভাষা শিক্ষা প্রদান প্রশিক্ষণ এবং পরীক্ষার দক্ষতা বৃদ্ধি কেন্দ্র নিউ ওরলিয়েন্ট শিক্ষা ও প্রযুক্তি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ওয়াং হাইতাও, বিবৃতি প্রদান করেছে [ইংরেজী ভাষায়] এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত পরিবার তাদের সন্তানদের বিকল্প উপায়ে ইংরেজি ভাষা শেখানোর চেষ্টা করবে তারা এক নতুন ব্যবসার সৃষ্টি করবে:

যতদূর দেখা যাচ্ছে, জনমত শিক্ষা সংস্কারের পক্ষে: সিনা সার্ভে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে ৩৫,০০০ অংশগ্রহণ কারীর মধ্যে ৭২ শতাংশ এই জাতীয় পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। এদিকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভ দ্বারা পরিচালিত আরেকটি অনলাইন জরীপে দেখা যাচ্ছে, সেই একই পরিমাণ ভোটার চায় গাওকাও থেকে গণিত বাদ দেওয়া হোক, এই বিশ্বাসে যে এটা কেবল পয়সা গণনা ছাড়া আর কোন কাজের না:

继北京高考英语降分引发热议后,数学又引发了大家的集体吐槽,认为数学难度太大,平时生活中,买菜什么的需要用到几何函数吗?关于“数学该滚出高考吗”的调查显示,7万多网友支持数学滚出高考,称自己仅是“做题机器”。

এক উত্তপ্ত বিতর্কের পর গাওকাও থেকে ইংরেজি ভাষা শিক্ষার নাম্বার কমিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে গণিত নিয়েও জনতার অভিযোগ রয়েছে। অনেকে মনে করেন গণিত পাঠ্যসূচি ছাত্রদের জন্য খুব কঠিন একটি বিষয়। প্রতিদিনের শাকসবজি কেনার ক্ষেত্রে কি আমাদের জ্যামিতি প্রয়োজন? জরিপে প্রশ্ন রাখা হয়েছিল-গাওকাও থেকে কি গণিত বাদ দেওয়া উচিত? এই বিষয়ে ৭০,০০০ নেট নাগরিক হ্যাঁ ভোট প্রদান করেছে, যারা নিজেদের গণিত অনুশীলন যন্ত্র [ক্যালকুলেটার] বলে অভিহিত করেছে ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .