সরাসরি সম্প্রচারিত টেলিভিশনে ওয়েবসাইট বন্ধের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

Picture by Prensa Miraflores (chavezcandanga on Flickr), under CC BY-NC-SA

ছবিঃ ফ্লিকারের মাধ্যমে প্রেন্সা মিরাফ্লরেস (CC BY-NC-SA 2.0)

গত ৯ নভেম্বর রোজ শনিবার রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিদেশী মুদ্রার মূল্য নির্ণয় ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত জনসম্মুখে ঘোষণা করেছেন। ডলারটুডে ডট কম, টুকাডিভি ডট কম, লেচুগাভারডিডট কম, ডলারপ্যারালাল ডট কম, ডলারপ্যারালালো ডট ওরগ, প্রিসিওডলার ডট ইনফো এবং ডলারপ্যারালেলো ডট টিকে ইত্যাদি এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবগুলোই বিদেশী মুদ্রার মূল্য নির্ধারণে অদাপ্তরিক পথ অনুসরণ করে। ২০১৩ সালে দেশটিতে বিদেশী মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণের প্রতি মনযোগ দেয়ার পর অদাপ্তরিকভাবে বা “কালো বাজারে” বিদেশী মুদ্রার মূল্য নির্ধারণ অবৈধ ঘোষণা করা হয়। তা সত্ত্বেও অদাপ্তরিক মূদ্রা নিয়ন্ত্রণ ভেনেজুয়েলার একটি অংশ হিসেবে বহাল আছে।

গত বুধবার ভেনেজুয়েলাতে মূল্যস্ফীতি বিদ্যুৎগতিতে বেড়ে শতকরা ৫০ ভাগে উন্নীত হয়েছে। এতে করে ভেনেজুয়েলার মূদ্রা বলিভারের মূল্য দ্রুত পড়ে যাচ্ছে। এই পরিস্থিতি প্রেসিডেন্টকে মূদ্রা ফটকাবাজদের সরকারের সাথে “অর্থনৈতিক যুদ্ধে” লিপ্ত হওয়াকে দোষারোপ করতে বাধ্য করছে। 

মাদুরো তাঁর টেলিভিশন চ্যানেলে টেলিকমিউনিকেশনের জন্য দায়ী প্রশাসনিক কাঠামো কনাটেল সম্পর্কে ঘোষণা করেছেন যে, প্রতিষ্ঠানটি দেশের ব্যক্তিমালিকানাধীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা করেছে। “বলিভারের বিপরীতে [কালো বাজার] ডলারের দাম প্রকাশ করায়” তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এটি “অর্থনৈতিক যুদ্ধ” বলে আখ্যায়িত এই পরিস্থিতির একটি কৌশল মাত্র। শুক্রবারের অন্যান্য পদক্ষেপের মধ্যে আছে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট মারকাডোলিবরে ডট কম এবং টুকারো ডট কমের মালিকদের মন্ত্রীপরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে ডাকা হয়েছে। “মূল্য নিয়ন্ত্রণ” করতে কার্যসাধন পদ্ধতি নির্ধারণের জন্য তাদের ডাক পড়েছে। “মূল্য নিয়ন্ত্রণের” এই সাইটগুলোতে ব্যবহারকারীরা তাদের পণ্য বিক্রয়ের জন্য পোস্ট করতে পারবে। কোনরকম প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ভেনেজুয়েলার সরকার আগেও অনেকবার বিদেশী মুদ্রার মূল্য নির্ধারণ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল। অতীতে ওয়েবসাইট ডলার টুডে একবার রাষ্ট্রীয় মালিকানাধীন আইএসপি, সিএএন টিভির দ্বারা বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু এই প্রথম প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সরাসরি সম্প্রচারিত টেলিভিশনে এই মাত্রার একটি ঘোষণার মাধ্যমে বিষয়টিকে চিহ্নিত করেছেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .