গত ৯ ডিসেম্বর, ২০১৩ তারিখে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের ৫২ বছর পূর্তি উদযাপন করল তান্জানিয়া। এর পূর্বনাম ছিল তানগানিকা। তান্জানিয়ার মূলভূখণ্ড ২৬ এপ্রিল, ১৯৬৪ তারিখে জান্জিবার দ্বীপের সাথে যুক্ত হয় এবং তানজানিয়া গঠন করে।
স্বাধীনতার ৫২ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে কয়েকজন টুইটার ব্যবহারকারী #তান্জানিয়ার৫২টিবিষয় নামে একটি হ্যাশট্যাগ চালু করেছে। এই হ্যাশট্যাগটিতে দেশটি সম্পর্কে কিছু মজার মজার ঘটনা এবং ছবি শেয়ার করা হবেঃ
Julius Nyerere the “Father of Tanzania” translated Shakespeare's “The Merchant of Venice & Julius Ceaser” to Swahili. #52ThingsAboutTanzania
— t a n z a n i t e. (@CecyBellaKnows) December 9, 2013
“তান্জানিয়ার জাতির জনক” জুলিয়াস নায়েরেরে শেক্সপিয়ারের “দ্যা মার্চেন্ট অব ভেনিস” এবং “জুলিয়াস সিজার” নাটক দু’টি সোয়াহিলি ভাষায় অনুবাদ করেছেন।
The world tallest free standing mountain is Mount Kilimanjaro #52ThingsAboutTanzania
— Romario Siwila (@deveraux1995) December 9, 2013
মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে লম্বা পর্বত হচ্ছে কিলিমানজারো পর্বত।
Disney's Global hit “The Lion King” was inspired by Tanzania's Serengeti national park. #52ThingsAboutTanzania
— Uncle Fafi (@Tanganyikan) December 9, 2013
সারাবিশ্ব মাতানো ডিজনির সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র “দ্যা লায়ন কিং”, তান্জানিয়ার সেরেনগেটি জাতীয় উদ্যান দ্বারা অনুপ্রাণিত।
Tanzanite [a rare gemstone found in Tanzania] is named after the East African state Tanzania where it originates. The name was coined by Tiffany's. #52ThingsAboutTanzania
— t a n z a n i t e. (@CecyBellaKnows) December 9, 2013
আফ্রিকার পূর্বাঞ্চলীয় রাষ্ট্র তান্জানিয়াতে পাওয়া যায় বলে, [একটি দূর্লভ রত্নপাথরের] নাম রাখা হয়েছে তান্জানিতে। টিফানিজ এই নামটি দিয়েছে।
Zanzibar, Tanzania is the home of the coconut crab. Z largest crab in z world (& reportedly 1 of z most delicious) #52ThingsAboutTanzania
— KijanaMokiwa (@stevpm) December 9, 2013
তান্জানিয়ার জানজিবারে প্রচুর নারিকেল কাকড়া পাওয়া যায়। এটি পৃথিবীর (এবং বিবরণ অনুসারে এটি অন্যতম একটি সুস্বাদু খাবার) সবচেয়ে বড় কাকড়া। #তান্জানিয়ার৫২টিবিষয়
KiSwahili originated in Tanzania & is now spoken in 10 different countries including the Comoros Islands. #52ThingsAboutTanzania
— t a n z a n i t e. (@CecyBellaKnows) December 9, 2013
কিসোয়াহিলি ভাষার উৎপত্তি তান্জানিয়ায় এবং কমোরোস দ্বীপ সহ ১০ টি ভিন্ন ভিন্ন দেশে বর্তমানে এই ভাষায় কথা বলা হয়।
The extinct Ngorongoro Crater, in Tanzania, is the largest complete crater in the world. #52ThingsAboutTanzania
— Tanzania's OWN (@AbelavsAK) December 9, 2013
তান্জানিয়াতে অবস্থিত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ গোরংগোরো বিশ্বের সবচেয়ে বড় পূর্ণ আগ্নেয়গিরির জ্বালামুখ।
Tanzania has the second Largest Mountain in the world(kilimanjaro) #52ThingsAboutTanzania
— SwAg-HilI (@Daresalaam101) December 9, 2013
তান্জানিয়াতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত (কিলিমানজারো) অবস্থিত।
The currency of Tanzania is the Tanzanian shilling #52ThingsAboutTanzania
— Tanzania's OWN (@AbelavsAK) December 9, 2013
তান্জানিয়ার মুদ্রার নাম তানজানিয়ান শিলিং
Lake Manyara National Park, in Tanzania, is home to the world’s only tree-climbing lions. #52ThingsAboutTanzania
— Tanzania's OWN (@AbelavsAK) December 9, 2013
সারা পৃথিবীতে একমাত্র তান্জানিয়াতে অবস্থিত লেক মানিয়ারা জাতীয় উদ্যানে গাছে আরোহণকারী সিংহ বাস করে।
“@AbelavsAK: The oldest human skull that has EVER been found on earth was discovered in Olduvai Gorge in Tanzania #52ThingsAboutTanzania“
— Grace Cherry (@Cherry_fab) December 9, 2013
“আবেলাভস্কএকেঃ এ যাবতকালে খুঁজে পাওয়া সবচেয়ে প্রাচীন মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়েছে তানজানিয়ার অলদুভাই জর্জ এলাকাতে।
The Amani Nature Reserve (East TZ) is the only place on the entire planet where African Violets grow in the wild. #52ThingsAboutTanzania
— Tanzania's OWN (@AbelavsAK) December 9, 2013
সমগ্র গ্রহে আমানি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা (পূর্ব টিজেড) একমাত্র স্থান, যেখানে বনে সুগন্ধ ফুলবিশিষ্ট আফ্রিকার ছোট বুনো গাছ জন্মায়।
One of Africa’s most respected figures, Julius Nyerere (1922 — 1999) was a politician of principle and intelligence. #52ThingsAboutTanzania
— KijanaMokiwa (@stevpm) December 9, 2013
আফ্রিকার অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জুলিয়াস নায়েরেরে (১৯২২ – ১৯৯৯) একজন নীতিবান ও বুদ্ধিমান রাজনীতিবিদ।
Mpingo trees a.k.a. Africa blackwood trees, commonly seen in Tanzania, are z most expensive hardwood tree in z world. #52ThingsAboutTanzania
— KijanaMokiwa (@stevpm) December 9, 2013
এ.কে.এ আফ্রিকার কালোকাঠের গাছ হচ্ছে মোপিং গাছ। এটি সাধারণত তান্জানিয়াতে জন্মাতে দেখা যায়। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান শক্তকাঠের গাছ।