স্বাধীনতার ৫২ বছর পূর্তি উদযাপনে #তান্জানিয়ার৫২টিবিষয়

গত ৯ ডিসেম্বর, ২০১৩ তারিখে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের ৫২ বছর পূর্তি উদযাপন করল তান্জানিয়া। এর পূর্বনাম ছিল তানগানিকা। তান্জানিয়ার মূলভূখণ্ড ২৬ এপ্রিল, ১৯৬৪ তারিখে জান্জিবার দ্বীপের সাথে যুক্ত হয় এবং তানজানিয়া গঠন করে।

স্বাধীনতার ৫২ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে কয়েকজন টুইটার ব্যবহারকারী #তান্জানিয়ার৫২টিবিষয় নামে একটি হ্যাশট্যাগ চালু করেছে। এই হ্যাশট্যাগটিতে দেশটি সম্পর্কে কিছু মজার মজার ঘটনা এবং ছবি শেয়ার করা হবেঃ 

“তান্জানিয়ার জাতির জনক” জুলিয়াস নায়েরেরে শেক্সপিয়ারের “দ্যা মার্চেন্ট অব ভেনিস” এবং “জুলিয়াস সিজার” নাটক দু’টি সোয়াহিলি ভাষায় অনুবাদ করেছেন।    

Mount Kilimanjaro,  the highest mountain in Africa, and the highest free-standing mountain in the world, in Moshi, Tanzania. Photo released by Muhammad Mahdi Karim (www.micro2macro.net) under GNU Free Documentation License.

তান্জানিয়ার মশিতে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত, যেটি আফ্রিকার সর্বোচ্চ এবং মুক্তভাবে দাঁড়িয়ে থাকা সবচেয়ে উঁচু পর্বত। ছবিঃ মাহমুদ মাহদি করিম

মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে লম্বা পর্বত হচ্ছে কিলিমান‌জারো পর্বত। 

সারাবিশ্ব মাতানো ডিজনির সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র “দ্যা লায়ন কিং”, তান্জানিয়ার সেরেনগেটি জাতীয় উদ্যান দ্বারা অনুপ্রাণিত।

আফ্রিকার পূর্বাঞ্চলীয় রাষ্ট্র তান্জানিয়াতে পাওয়া যায় বলে, [একটি দূর্লভ রত্নপাথরের] নাম রাখা হয়েছে তান্জানিতে। টিফানিজ এই নামটি দিয়েছে।   

Coconut crab,  the largest land-living terrestrial crab in the world, Photo released under Creative Commons by Flickr user Drew Avery.

জলে বাস করা পৃথিবীর সবচেয়ে বড় নারিকেল কাঁকড়া। ছবিঃ ফ্লিকার ব্যবহারকারী দ্রিউ আভেরি।  

তান্জানিয়ার জানজিবারে প্রচুর নারিকেল কাকড়া পাওয়া যায়। এটি পৃথিবীর (এবং বিবরণ অনুসারে এটি অন্যতম একটি সুস্বাদু খাবার) সবচেয়ে বড় কাকড়া। #তান্জানিয়ার৫২টিবিষয়   

কিসোয়াহিলি ভাষার উৎপত্তি তান্জানিয়ায় এবং কমোরোস দ্বীপ সহ ১০ টি ভিন্ন ভিন্ন দেশে বর্তমানে এই ভাষায় কথা বলা হয়। 

Ngorongoro Crater,  a UNESCO World Heritage Site and one of the seven natural wonders of Africa, located in Arusha, Tanzania. Photo released by Thomas Huston under  GNU Free Documentation License,.

তাঞ্জানিয়ার আরুশাতে অবস্থিত গোরাংগোরো জ্বালামুখ, যেটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য সাইট এবং আফ্রিকার সাতটি প্রাকৃতিক বিস্ময়ের একটি। ছবিঃ থমাস হুস্তন

তান্জানিয়াতে অবস্থিত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ গোরংগোরো বিশ্বের সবচেয়ে বড় পূর্ণ আগ্নেয়গিরির জ্বালামুখ।   

তান্জানিয়াতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত (কিলিমানজারো) অবস্থিত। 

তান্জানিয়ার মুদ্রার নাম তানজানিয়ান শিলিং

সারা পৃথিবীতে একমাত্র তান্জানিয়াতে অবস্থিত লেক মানিয়ারা জাতীয় উদ্যানে গাছে আরোহণকারী সিংহ বাস করে।   

Tree climbing lion in Tanzania. Photo released under Creative Commons by Flickr user Tracey Spencer.

“আবেলাভস্কএকেঃ এ যাবতকালে খুঁজে পাওয়া সবচেয়ে প্রাচীন মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়েছে তানজানিয়ার অলদুভাই জর্জ এলাকাতে। 

সমগ্র গ্রহে আমানি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা (পূর্ব টিজেড) একমাত্র স্থান, যেখানে বনে সুগন্ধ ফুলবিশিষ্ট আফ্রিকার ছোট বুনো গাছ জন্মায়।    

আফ্রিকার অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জুলিয়াস নায়েরেরে (১৯২২ – ১৯৯৯) একজন নীতিবান ও বুদ্ধিমান রাজনীতিবিদ।    

এ.কে.এ আফ্রিকার কালোকাঠের গাছ হচ্ছে মোপিং গাছ। এটি সাধারণত তান্জানিয়াতে জন্মাতে দেখা যায়। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান শক্তকাঠের গাছ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .