ভুটানের জনগণের অপরিহার্য মূল্যবোধ ধারণ

Bhutanese youth playing. Image by Morgan Ommer. Copyright Demotix (15/2/2009)

ভুটানের যুবারা খেলছে। ছবিঃ মরগান অমের। কপিরাইট ডেমোটিক্স (১৫/২/২০০৯)  

ভুটানের একটি টেকসই, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং ভুটানের মানুষ তাঁদের সম্প্রীতি, সহানুভূতি ও দেশপ্রেম সহ অপরিহার্য অন্যান্য মূল্যবোধ ধারণ করার ব্যাপারে গর্ব করে। ব্লগার দর্জি অয়াংচুক আসক্ত এবং মদ্যপ অবস্থা থেকে পুনরুদ্ধার এবং ভুটানের যুবকদের মধ্যে এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী সমাধান অনুসন্ধানে কাজ করছেন। এর জন্য নিজের সন্তানদের শিক্ষিত করে তোলাই যথেষ্ট নয় বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করতে সহকর্মী নাগরিকদের সন্তান প্রতিপালনে আরও অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজন বলে তিনি মনে করেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .