- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ককেশাস নেটওয়ার্ক: দাগেস্তান ব্লগার রাসুল কাদিয়েভ

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, মধ্য এশিয়া-ককেশাস, রাশিয়া, আইন, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, রাজনীতি, সরকার, রুনেট ইকো
Rasul Kadiev, 1 July 2013, photo by Sergey Ponomarev.

১জুলাই, ২০১৩-এ, রাসুল কাদিয়েভ, ছবি সের্গেই পোনোমারেভ-এর

এই প্রবন্ধটি উত্তর ককেশাসের ব্লগস্ফেয়ারের উপর চালানো রুনেটইকোর [1] বিস্তৃত গবেষণা কাজের একটি অংশ। সম্পূর্ণ রিপোর্ট এবং ব্যক্তিগত কাহিনী সম্বন্ধে জানার জন্য দি ককেশাস নেটওয়ার্ক [2] পাতায় প্রবেশ করুন।

রাসুল কাদিয়েভ [3] একজন আইনজীবী, যার জন্ম এবং বেড়ে ওঠা দাগেস্তানের মাখাচাকলায়। এই এলাকার সেরা পাঁচ ব্লগারের মধ্যে সবসময় তার অবস্থান ধরে রেখেছে, সে রুশ ভাষায় লেখে এবং লাইভজার্নাল ব্যবহার করে। স্থানীয় চলতি ঘটনা এবং দাগেস্তানের গুরুত্বপূর্ণ বিষয় সে আইন এবং রাজনৈতিক ধারাবর্ণনা সহযোগে লিখে পোস্ট করে।

কাদিয়েভ জানায় যে সে কখনো গুরুত্বপূর্ণ সেন্সরশিপের মুখোমুখি হয়নি এবং সে বিশ্বাস করে না যে তার ব্লগিং তার নিজের জন্য এমন কোন হুমকি বয়ে আনে না, যার জন্য তাকে একটা মাত্রায় নিজের লেখায় নিজেকে সেন্সরশিপ আরোপ হবে। স্থানীয় সাংবাদিকদের লক্ষ্য করে লেখা কাদিয়েভ তার নিজের লেখা সম্বন্ধে বর্ণনা করেন এভাবে যে “জ্ঞানগর্ভ এবং উত্তমরূপে সম্পাদনা করা, যার সাথে রয়েছে হালকা রসিকতার মিশ্রণ”।গুঞ্জন রয়েছে যে, দাগেস্তানের ক্ষমতা বলয়ে সে স্থানীয় এক চরিত্র হিসেবে স্বীকৃত, আর এর জন্য তার ধন্যবাদ প্রাপ্য তার ব্লগের, যা তার সততার মুল্যায়ন কিন্তু পাশাপাশি সে যে সাহসী নয় এটি সে বিষয়টিও তুলে ধরে। মাঝে মাঝে সংবাদপত্র কাদিয়েভের ব্লগ পোস্ট প্রকাশ করে থাকে, যা তার পাঠক এবং সুনাম বৃদ্ধি করে। যেমন এর এক উদাহরণ হচ্ছে কাভপোলিট সংবাদ সাইট, যা লাইভজার্নালে কাদিয়েভের লেখা দাগেস্তানে রাজনৈতিক অগ্রগতি পোস্টটি [4] প্রকাশ করেছে, প্রায় ৫,০০০ বেশী পাঠকের যা মনোযোগ আকর্ষণ করেছে।

এই প্রবন্ধটি উত্তর ককেশাসের ব্লগস্ফেয়ারের উপর চালানো রুনেটইকোর [1] বিস্তৃত গবেষণা কাজের একটি অংশ। সম্পূর্ণ রিপোর্ট এবং ব্যক্তিগত কাহিনী সম্বন্ধে জানার জন্য দি ককেশাস নেটওয়ার্ক [2] পাতায় প্রবেশ করুন।