অধিকাংশ দেশে ট্রাফিক দুর্ঘটনার জন্য যানবাহনের ত্রুটির বদলে চালককে দায়ী করা হয় বলে লেখক থিটিপল পানায়ালিম্পানুন নোট লিখেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ডের ব্যাংকক পুলিশ দাবি করছে যে সে দেশের ৩০ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে ‘চালানোর জন্য অনিরাপদ গাড়ি’, যেখানে শুধুমাত্র ৫ শতাংশ দুর্ঘটনা ঘটে দ্রুত গাড়ী চালানোর জন্য।