বিস্ময়কর বিস্তারঃ অপ্রত্যাশিতভাবে বৈশ্বিক রূপ নিল একটি কর্মশালা

একটি স্থানীয় লেখা কর্মশালা হঠাৎ করে (এবং বিস্ময়করভাবে!) অনলাইনে সর্বজন বিদিত বিষয় হয়ে ওঠে।  

রেডিওর প্রযোজক এবং লেখক সুসান ম্যারি নিউইয়র্কে তাঁর জন্মনগরী বাফেলোতে সৃজনশীল লেখা সম্পর্কে শেখাতে একটি কর্মশালা করার পরিকল্পনা করেছিলেন। ছাত্রদের একজনকে আরেকজনের সাথে যোগাযোগে সাহায্য করতে তিনি অনলাইনে একটি ফেসবুক ইভেন্ট পাতা তৈরি করেছেন। বাফেলো থেকে অনেক দূরে বসবাসকারী সম্ভাব্য অংশগ্রহণকারীদের থেকে হঠাৎ করে ব্যাপক সাড়া পাওয়ার পর তিনি কর্মশালাটিকে যথার্থ শ্রোতাদের জন্য উন্মুক্ত করার সিদ্ধন্ত নিয়েছেন।

তিনি জানার আগে থেকেই এটি একটি বৈশ্বিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি ই-মেইল বার্তা সাক্ষাৎকারের মাধ্যমে সুসান বলেছেনঃ “মনে হচ্ছে এই আন্তর্জাতিক অংশগ্রহণকারী দলটিই যেন আমাকে খুঁজে নিয়েছে। যেভাবেই হোক, এটা খুব সাধারণভাবে একটি ফেসবুক ইভেন্ট এবং জনসাধারণের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে।”

তিনটি কর্মশালা চলার সময়ে দলটি পাকিস্তান, পেরু এবং সমগ্র যুক্তরাষ্ট্র থেকে আসা অংশগ্রহণকারীদের মাঝে প্রসারিত হয়েছে।

বিভিন্ন জিনিসের উৎপাদন সমাপ্তির জন্য সুসান বলেছেন:

সেখানে অনেক মঞ্চ ব্যবহার করা হয়েছেঃ বিগ মার্কার এমন একটি যথার্থ নেটওয়ার্ক যেখান থেকে আপনি ওয়েবিনার, অডিও, ভিডিও এবং সুবিশাল উপাত্তসমুহ পেতে পারেন। এটি লোকেদের জন্য এ সকল উপাত্ত কম্পিউটার ফাইলে নিবেশিত করতে কাজ করে। অংশগ্রহণকারী প্রত্যেকের জমা দেয়া অডিওর চূড়ান্ত ফলাফল ধরে রাখার কাজটি বর্তমানে থিঙ্ক টোয়াইস রেডিও নেটওয়ার্কটি করে যাচ্ছে…

আমরিন নাকাশ নামের অংশগ্রহণকারীদের একজন কবি এবং আইনজীবী। তিনি কাশ্মীরের অধিবাসী। তিনি সাম্প্রতিক সময়ে তাঁর কবিতা নিয়ে শিকাগো জুড়ে অন এয়ারে হাজির হয়েছিলেন। এই কর্মশালা চলাকালীন সময়ে তিনি মাই নেম ইজ কাশ্মীর নামে একটি কবিতা লিখেছেন। রেডিও স্টেশনের ওয়েবসাইটটি এই সাক্ষাৎকারটিকে একটি “সীমানা পেড়িয়ে যেতে, নতুন কিছু সৃষ্টি ও তৈরি করতে এবং আমাদের সবাইকে একই সুতায় একটি ইতিবাচক কায়দায় বাঁধতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের সরাসরি ফলাফল” হিসেবে আখ্যায়িত করেছে।

সু সমাপ্তিতে বলেছেনঃ

সত্যি বলতে কি, আমার কোন ধারণা ছিল না যে আমি কি আশা করি। আমি এই আশা নিয়ে পথ চলা শুরু করেছিলাম নিদেনপক্ষে এটি খুব মজার কিছু হবে। আমার ধারণা ছিল না যে ৩ দিনের একটি স্থানীয় কর্মশালা এতোটা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং বৈশ্বিক হয়ে উঠবে।

কর্মশালা চলাকালীন সময়ে তৈরি করা কিছু অডিও আপনি অনলাইনে শুনতে পাবেন।

ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের অধীনে হাকান ডাহলেস্ট্রমের লেখা ম্যাকবুক রাইটিং বইটি আইকন প্রকাশ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .