- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশ্বের সবচেয়ে ১০টি দূর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে ৫টি রাষ্ট্র আরব

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরাক, লিবিয়া, সিরিয়া, সুদান, সোমালিয়া, নাগরিক মাধ্যম, সরকার

ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদ্য প্রকাশিত বার্ষিক দূর্নীতি সূচকে বিশ্বের সেরা ১০টি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে আরবের ৫টি রাষ্ট্রের নাম উঠে এসেছে।

মিশরীয় নাগরিক আমরো আলী তার প্রতিক্রিয়া প্রদর্শন করছে:

সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদানকে অভিনন্দন- সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকার শীর্ষে ৫টি আরব রাষ্ট্র। মিশরের এই তালিকায় নাম লেখানো দরকার।

এবং সুদানের নাগরিক উসমাহ মোহামেদ মন্তব্য করেছে:

ইরাক দখল করা হয়েছে। সিরিয়া এবং সোমালিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। লিবিয়া মাত্র তার ৪১ বছরের স্বৈরাচার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে যা দেশটিকে ভুল পথে পরিচালনা করেছিল। সুদান?