ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদ্য প্রকাশিত বার্ষিক দূর্নীতি সূচকে বিশ্বের সেরা ১০টি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে আরবের ৫টি রাষ্ট্রের নাম উঠে এসেছে।
মিশরীয় নাগরিক আমরো আলী তার প্রতিক্রিয়া প্রদর্শন করছে:
Congrats Syria, Iraq, Libya, Somalia & Sudan – 5 Arab states top most corrupt list http://t.co/7rsD6xErlA Egypt needed a break from rankings
— Amro Ali (@_amroali) December 3, 2013
সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদানকে অভিনন্দন- সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকার শীর্ষে ৫টি আরব রাষ্ট্র। মিশরের এই তালিকায় নাম লেখানো দরকার।
এবং সুদানের নাগরিক উসমাহ মোহামেদ মন্তব্য করেছে:
Iraq is occupied. Syria & Somalia are in civil war. Libya just revolted against the 41-year-old tyranny that mismanaged it. Sudan? #prt
— Usamah Mohamed أسامة (@simsimt) December 3, 2013
ইরাক দখল করা হয়েছে। সিরিয়া এবং সোমালিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। লিবিয়া মাত্র তার ৪১ বছরের স্বৈরাচার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে যা দেশটিকে ভুল পথে পরিচালনা করেছিল। সুদান?
1 টি মন্তব্য
দুংখজনক।