- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

#প্রওয়ারপরিকল্পনাবন্ধকরঃ ইজরায়েলে গ্রেপ্তার হলেন ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের বিপক্ষের সক্রিয় কর্মীরা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

নেগেভ মরুভূমির বেদুইন শহর হুড়ার বাইরে অনুষ্ঠিত “গর্জন দিবস” [1] প্রতিবাদ কর্মসূচিতে শত শত ফিলিস্তিনি ও ইজরায়েলী কর্মী [2]“প্রওয়ার পাশ কর না” বলে স্লোগান দিয়েছেন। নাগরিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ বাহিনী হামলা করে এবং কর্মীদের গ্রেপ্তার করে।

ইজরায়েলী সংসদ নেসেট কর্তৃক অনুমোদিত প্রয়ার-বেগিন পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ৩৫ টিরও বেশি “অচেনা” গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে এবং ৭০ হাজারেরও অধিক ফিলিস্তিনি বেদুঈনদের আল-নাকাব বা নেগেভ মরুভূমিতে জোরপূর্বক নির্বাসন দেওয়া হতে পারে।

ফিলিস্তিনি বেদুঈনদের সাথে সংহতি প্রকাশ করতে বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে আরও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে ফিলিস্তিনি ব্লগার অলা আনান বলেছেন, গাজায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে [আরবী ভাষায়]:  

“প্রওয়ার পাশ কর না” ঘটনার সাথে সম্পর্কিত গাজায় যেকোনো কার্যক্রম হামাস নিষিদ্ধ করেছে।  

A Day of Rage was organised today to protest the Prawer Plan, which if implemented would displace thousands of Palestinian Bedouins living in Al Naqab [1]

প্রওয়ার পরিকল্পনা রুখতে আজ একটি গর্জন দিবসের আয়োজন করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে হাজার হাজার ফিলিস্তিনি বেদুইন আল নাকাব থেকে উচ্ছেদের শিকার হবে।  

মারিয়াম বারঘুতি ব্যাখ্যা করেছেন: 

ইজরায়েল নেগেভ মরুভুমি থেকে হাজারো ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চায় এবং এর প্রতিবাদ করলেই আমরা সহিংসতা ও গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছি।

ইজরায়েলি এলিজাবেথ সুরকভ আরও বলেছেন:

হুড়ার (নাকাব) প্রতিবাদে যেসব কর্মীরা ​​উপস্থিত ছিলেন তাঁরা পুলিশের কাছ থেকে অভূতপূর্ব মাত্রার সহিংসতার সম্মুখীন হয়েছেন। 

একটি সাত বছর বয়সী ছেলে গ্রেফতার হয়েছে বলে টুইট-ফিলিস্তিন দাবি করেছেন:

ইসরায়েলি সেনাবাহিনী নাকাবে একটি ৭ বছর বয়সী শিশুকে গ্রেফতার করেছে। 

এবং রামাল্লার উত্তরে বেইতাল উপনিবেশের কাছে দুই প্রতিবাদকারীকে গ্রেফতারের এই ভিডিওটি মুয়াথ হামেদ নামের একজন ইউটিউবে শেয়ার করেছেনঃ 

https://www.youtube.com/watch?v=s2AaNMCho2o

আজ গ্রেফতারকৃত কর্মীদের একজন হচ্ছেন মাআথ মুস্লেহ [12]। তাকে গ্রেফতার করার সময়কার তার স্মিত হাসির এই ছবিটি ওমর রবার্ট হ্যামিলটন শেয়ার করেছেনঃ 

জেরুজালেমে #প্রয়ারপরিকল্পনাবন্ধকর [7] প্রতিবাদের সময় আমার বন্ধু ও সহকর্মী @মাআথমুস্লেহ [12]কে গ্রেফতার করা হচ্ছে

ইসরায়েলি সাংবাদিক জোসেফ ডানা আজকের ঘটনাটির আন্তর্জাতিক কভারেজ আশা করেন না। তিনি টুইট করেছেনঃ 

সব টুইটার ও ফেসবুকের মাধ্যমে আজ রাতের #প্রয়ারপরিকল্পনাবন্ধকর প্রতিবাদটি ঘটবে। কে আমার সাথে একটি বিয়ার বাজি ধরবে যা এর বিবরণ বাজফিডে দেখা যাবে না ?”

তারপরও আবীর কপটি দিগন্তে আশার আলো দেখতে পাচ্ছেন:

আজ “অদৃশ্য”রাও দৃশ্যমান হয়ে উঠেছেন এবং ইসরায়েলি পুলিশ দাঁড়াতে পারবে না। আমরাই জিতব!