
নারেনজি.আইআর, গ্রেপ্তারকৃতদের নামের এক তালিকা প্রকাশ করে, পরে দ্রুত যা অপসারণ করা হয়।
যদিও ইরানে গ্রেফতার করার জন্য মানবাধিকার একটিভিস্টদের সংখ্যা কমে আসছিল, বিপ্লবী গার্ড এখন তাদের উপর নজর রাখছে যারা গ্যাজেট সম্বন্ধে লিখছে।
কেরমানের প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট নারেনজি.আইআর সংবাদ প্রদান করেছে যে ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে তাদের সাতজন লেখক এবং প্রযুক্তি কর্মীকে হঠাৎ গ্রেফতার করা হয় এবং তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কোন তথ্য প্রদান করা হয়নি। গ্রেপ্তারকৃতদের নাম পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে নামের ওই তালিকাটি অপসারণ করা হয় (স্ক্রিনশট দেখুন)।
ইরানের মেহের নিউজ যে ভাবে ঘটনাটি বর্ণনা করছে, তাতে জানা যাচ্ছে কেরমানে মোট ১৬ জন সাইবার একটিভিস্টকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জাতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাজ করা এবং বিদেশী নেটওয়ার্ককে সহযোগিতা করা, প্রতি–বিপ্লবী সাইট সমূহের জন্য লেখা প্রদান করা।
টুইটারে নারিমান ঘারিব তথ্য প্রদান করেছে যে গ্রেফতারকৃত ওই সমস্ত ব্যাক্তিদের মধ্যে অন্তত একজন ব্লগার রয়েছে।
তিনি টুইট করেছেন:
Amir Sadeghpour, a popular blogger in #Iran – arrested two days ago by Iranian revolutionary guard. #narenji #نارنجی
— Nariman Gharib (@ListenToUs) December 4, 2013
আমির সাদেঘপোর, ইরানের এক জনপ্রিয় ব্লগার- দুদিন আগে ইরানের বিপ্লবী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।
ডিজিটাল স্বাধীনতাকে দমন করার ক্ষেত্রে ইরানের বিপ্লবী বাহিনীর এক দীর্ঘ রেকর্ড রয়েছে, তবে গ্যাজেট এবং প্রযুক্তি বিষয়ক লেখার জন্য গণ গ্রেফতারকে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে।
নারেনজির গ্রেফতারকৃত কর্মীদের সমর্থনে ফেসবুকে একটি প্রচারণা শুরু হয়েছে এবং নেট নাগরিকরা নতুন করে গ্রেফতার শুরু করার বিরুদ্ধে টুইট করেছে।
আলী নেইমাতি সাহাব টুইট করেছেন [ফার্সী ভাষায়] :
الان اخبار بیست شبکهی خبر، اتهام بچههای #نارنجی رو اقدام علیه امنیت ملی و براندازی نرم اعلام کرد … هیچی نگید فقط براشون دعا کنید 🙁
— Ali Nemati Shahab (@gozareha) December 4, 2013
নারেনজির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে…কিছু বলার নেই, কেবল প্রার্থনা করা ছাড়া।
অরিনা টুইট করেছে [ফার্সী ভাষায়]:
اتهام های بچه های #نارنجی رو که می خونم نمی دونم به مسخرگیش بخندم یا گریه کنم!
— Oriana (@fallaci_sr) December 4, 2013
অভিযোগ এতটাই অদ্ভুত যে আমরা হাসব না কাঁদব, বুঝতে পারছি না।
আমিরহোসাইন টুইট করেছে [ফার্সী ভাষায়]:
#نارنجی رید با این خبر زدنش، همین خبری که زد با عنوان دستگیری الآن براشون گرون تموم میشه.
-تشویش اذهان عمومی اونم نسبت به سپاه
— امیرحوسین (@amirhosseinag) December 3, 2013
নারেনজি তার পোস্টে লিখেছে যে বিপ্লবী গার্ড বাহিনী তাদের কর্মীদের গ্রেফতার করেছে আর এর জন্য তাদের বড় ধরনের মূল্য প্রদান করতে হতে পারে।