নাগরিক সাংবাদিকতা ওয়েবসাইট গ্রাউন্ডভিউজ এ শিল্পা সামারাতুঙ্গে মন্তব্য করেছেন, “অধিকাংশ সমাজে যৌন পেশা সবচেয়ে অস্পৃশ্য স্থান হিসেবে বিবেচিত হয়। শ্রীলংকার মত রক্ষণশীল সংস্কৃতিতে তা যেন আরও বেশি।” প্রশ্ন থেকেই যায়, কলঙ্কের সম্মুখীন হয়ে যৌন কর্মীরা কি তাদের অধিকার দাবি করতে পারবে?