মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দিল কিউবা

Cuban Interest Section, in the Swiss Embassy, Washington DC.

ওয়াশিংটন ডি সি'তে সুইস দূতাবাসে কিউবার স্বার্থসম্পর্কিত বিভাগ। সিসি লাইসেন্সের অধীনে উইকিমিডিয়া কমনস থেকে পাওয়া ছবি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার অর্থ-সংক্রান্ত হিসাবগুলো একটি ব্যাংক দেখাশুনা করতে অপারগতা প্রকাশ করেছে। তাই কিউবার স্বার্থসম্পৃক্ত বিভাগ আজ মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত সেবা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। কিউবা বিতর্কে [স্প্যানিশ] প্রকাশিত একটি সরকারি দাপ্তরিক ঘোষণা [স্প্যানিশ] থেকে এ খবর জানা যায়।

এমএন্ডটি ব্যাংক গত ১২ জুলাই তারিখে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার স্বার্থসম্পৃক্ত বিভাগকে জানিয়েছে যে এটি আর বিদেশী কূটনৈতিক মিশনগুলোকে সেবা প্রদান করতে পারবে না। ব্যাংকটি কিউবার স্বার্থসম্পৃক্ত বিভাগকে এবং কিউবার স্থায়ী মিশনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের ইতি টানতে বাধ্য করেছে। তাদেরকে একটি নির্দিস্ট সময়ের জন্য কাজ চালিয়ে যেতে একটি নতুন ব্যাংক খুঁজে নিতে বাধ্য করেছে।

এতোকিছু সত্ত্বেও,

debido a las restricciones vigentes derivadas de la política de bloqueo económico, comercial y financiero del Gobierno norteamericano contra Cuba, ha sido imposible para la Sección de Intereses encontrar hasta la fecha un banco estadounidense o de otro país con sede en Estados Unidos, que asuma las cuentas bancarias de las misiones diplomáticas cubanas, a pesar de las múltiples gestiones realizadas con el Departamento de Estado y numerosas entidades bancarias.

কিউবার বিরুদ্ধে উত্তর আমেরিকা সরকারের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক এবং আর্থিক নীতির [স্প্যানিশ] ফলশ্রুতিতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আজকের দিনে কিউবার স্বার্থসম্পৃক্ত বিভাগের পক্ষে কোন মার্কিন বা মার্কিন মুলুকে অবস্থিত কোন বিদেশী ব্যাংক খুঁজে পাওয়া কঠিন, যারা কিউবার কূটনৈতিক মিশনের হিসাবগুলোর ভার গ্রহণ করবে। রাষ্ট্রীয় বিভাগ এবং বিভিন্ন ব্যাংকের শত প্রচেষ্টা সত্ত্বেও এমন কোন ব্যাংক পাওয়া যায়নি। 

এরই ফলশ্রুতিতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কিউবার স্বার্থসম্পৃক্ত বিভাগ রাষ্ট্রদূত সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। দাপ্তরিক বক্তব্য অনুযায়ী, “শুধুমাত্র জনহিতকর কার্যপ্রনালী এবং অন্যান্য ক্রিয়াবিধি একটি সীমিত পরিসরে তত্ত্বাবধান করা হবে।”

কূটনৈতিক সম্পর্ক নিয়ে ১৮ এপ্রিল, ১৯৬১ তারিখে প্রতিষ্ঠিত ভিয়েনা সমঝোতা এবং ২৪ এপ্রিল, ১৯৬৩ তারিখে রাষ্ট্রীয় প্রতিনিধি সম্পর্কিত ভিয়েনা সমঝোতাতে প্রয়োজনীয় শর্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে, “কূটনৈতিক মিশনকে অভ্যর্থনাকারী রাষ্ট্রটির সকল ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। রাষ্ট্রদূত সম্পর্কিত দপ্তরকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে যত রকমের সহযোগীতা দরকার হয়, সব সহ।”

৩০ মে, ১৯৭৭ তারিখে কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে। সে চুক্তি অনুযায়ী দু’টি দেশে স্বার্থসম্পৃক্ত বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। এটিরই একটি অংশ হিসেবে “উভয় দেশ আনুষ্ঠানিক আন্তর্জাতিক চুক্তিপত্রগুলোতে তাদের অঙ্গীকার দৃঢ়তাসহকারে পুনর্ব্যক্ত করেছে। কূটনৈতিক এবং রাষ্ট্রীয় প্রতিনিধি বিষয়ক সম্পর্ক যেসব চুক্তিপত্র পরিচালনা করে, সেগুলোতে তারা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”

রাষ্ট্রীয় প্রতিনিধি সম্পর্কিত সেবাসমূহ স্থগিত হওয়ায় কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় দেশের নাগরিকেরা সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা বিভিন্ন কার্যপ্রনালী সম্পন্ন করা অসম্ভব হয়ে পরবে। যেমন পাসপোর্ট, ভিসা ইস্যু করা, দলিলপত্র বৈধকরণ এবং অন্যান্য সেবাসমূহ। এগুলোর পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে, শিক্ষাপ্রতিষ্ঠা সম্পর্কিত, সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক, বিজ্ঞান বিষয়ক এবং খেলাধুলা বিষয়ক পারষ্পরিক আদান প্রদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পরবে বলে অনুমান করা যাচ্ছে। এগুলোর পাশাপাশি কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্যান্য যেকোন ধরনের সদাশয়তার ওপরেও নেতিবাচক প্রভাব পড়বে বলে অনুমান করা যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .