নোবেল শান্তি পুরস্কারের জন্য সৌদি সক্রিয় কর্মীকে মনোনীত করার প্রচারাভিযান

কারারুদ্ধ সৌদি মানবাধিকার রক্ষাকর্মী ডাঃ আব্দুল্লাহ আল-হামিদকে ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার একটি প্রচারাভিযান চালু হয়েছে এবং সৌদি টুইটারে এটা ভালো মনোযোগ আকর্ষণ করতে পেরেছে।

প্রচারাভিযানটি তাঁদের নিম্নরূপ উদ্দেশ্য বর্ণনা করেছে:

আমাদের প্রার্থীর আন্তর্জাতিক সমর্থন প্রসারণ ছাড়াও আমরা সারা বিশ্বের কাছে তার কাজের বিবরণ ছড়িয়ে দিতে চাই যে, তিনি হচ্ছেন সেই সব স্মরণীয়দের একজন যিনি তার জাতির ভালোর জন্য নিজেদের সমৃদ্ধি, শান্ত জীবন এবং এমনকি তাদের স্বাধীনতা উপেক্ষা করে কাজ করে গেছেন। 

alhamid4nobel

আল হামিদ হচ্ছেন সবচেয়ে স্বীকৃত সংস্কারবাদীদের একজন। সার্বভৌম সৌদি শাসনের মধ্যে কাজ করেও রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের সমর্থনে তিনি শান্তিপূর্ণভাবে ২০ বছর অতিবাহিত করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত তাকে সাত বার গ্রেফতার করা হয়েছে এবং জনমত উদ্দীপকের মতো অভিযোগের ভিত্তিতে তিনি তিন বার কারাদণ্ড পান। তিনি সর্বশেষ গত ৯ মার্চ ২০১৩ তারিখে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তারপর থেকেই তিনি জেলখানায় রয়েছেন।

২০১১ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান তাঁর মনোনয়ন প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। সক্রিয় কর্মী অয়ালেদ আবুলখায়ের টুইট [আরবি ভাষায়] করেছেন:

নোবেল শান্তি পুরস্কারের জন্য ডঃ আব্দুল্লাহ আল-হামিদকে মনোনয়ন করতে সমর্থন করায় তাওয়াক্কুল কারমানকে ধন্যবাদ।

আল হামিদের আইনজীবী আবুজলাজিজ আল-হুসেন টুইট করেছেন:

সরকারি সহিংসতা তাকে সহিংসতার পথে নিয়ে যায়নি। তিনি সর্বগ্রাসীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রামের উপর জোর দেন। তিনি তার কারাগার কক্ষে বিজয় অর্জন করেছেন।

সৌদি নারী অধিকার কর্মী মানাল আল-শরিফ তার সমর্থন ঘোষণা করেছেন:

আমি তার হ্যাশট্যাগ সমর্থন করি: নোবেল শান্তির [পুরস্কার] জন্য আল হামিদ

লেখক অয়ালেদ আল খধাইরি তাঁর মনোনয়নের গুরুত্ব সম্পর্কে টুইট করেছেন:

একটি সমাজ হিসেবে বিশ্বের কাছে একজন আইকনকে উপস্থাপন করার জন্য আমাদের জন্য পুরস্কারটি গুরুত্বপূর্ণ, যিনি ন্যায়বিচার ও সমতার জন্য কারাগারে অনেক বছর উৎসর্গ করেছেন। 

আল হামিদের সক্রিয়তা সম্পর্কে লেখক আব্দুল্লাহ আল মাল্কি টুইট করেছেন:

শান্তিপূর্ণ নাগরিক সংগ্রামের জন্য তরুণ প্রজন্মের কাছে ডঃ আল-হামিদ একজন আইকন হয়ে উঠেছেন, যারা সব ধরনের সহিংসতার জন্য নির্দোষ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .