এই যন্ত্র একটি বিশেষ স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে যেকোন খানে ব্রডব্যান্ড ইন্টারনেট ডাটা ব্যবহারের সুযোগ করে দেয়। নির্মাতা থুরাইয়া নামক মোবাইল উপগ্রহ যোগাযোগ কোম্পানীর জন হাডল, গ্লোবাল ভয়েসেস-এর কাছে এটি উপস্থাপন করেছে। গত বছর নিউজ এক্সচেঞ্জে ইরাকে মেট্রোগ্রাফি নামক এক ফটো জার্নালিজম এজেন্সির প্রতিষ্ঠাতা জন মায়ারকে একই রকম থুরাইয়ার যন্ত্র উপহার দেয়া হয়।
গ্লোবাল ভয়েসেস-এর ম্যানেজিং এডিটর সোলানা লারসেন বলছেন, “ব্লগার এবং নাগরিক সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনেক দেশের সংবাদ প্রদানের ক্ষেত্রে এক উৎস হিসেবে কাজ করছে, এগুলো কেবল কেবলমাত্র হাওয়া থেকে পাওয়া নয়। বিশ্বের বিভিন্ন অংশে যেখানে এখনো সংবাদ, ঘটনা ঘটা জন্য অপেক্ষা করতে থাকে সেখানে গ্লোবাল ভয়েসেস-এর মত সম্প্রদায় নতুন ব্লগারদের এবং ডিজিটাল একটিভিস্টদের যত্ন নেয় এবং তাদের পৃষ্ঠপোষকতা করে”।
থুরাইয়া এই যন্ত্র দিয়ে গ্লোবাল ভয়েসেসকে স্পন্সর করবে এবং যে সমস্ত কম উপস্থাপিত সম্প্রদায়, যাদের নেট ব্যবহারের সুযোগ সীমিত কিংবা যাদের কোন ধরনের নেট ব্যবহারের কোন সুযোগ নাই, তাদের এক বছরের জন্য বিনে পয়সায় ইন্টারনেট সংযোগ প্রদান করবে।
নিউজ এক্সচেঞ্জ-এর ম্যানেজিং ডিরেক্টর এ্যামি স্লেউইন বলেন, “এ ক্ষেত্রে সংযোগ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমরা সত্যি আনন্দিত। থুরাইয়া যার অন্যতম এক প্রধান স্পন্সর সেই নিউজ এক্সচেঞ্জের সাথে মিলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে বৈশ্বিক সাংবাদিকতার সমর্থনে গ্লোবাল ভয়েসেসকে এই সমস্ত যন্ত্রপাতি উপহার প্রদান করার”।