রেডিও লস ইনেস্টাবল নামের রাইজিং ভয়েসেসের সহায়তার প্রকল্পের কাজ আর্জেন্টিনার করডোবায় নিউরো-সাইকিয়াট্রিক হাসপাতালে এর সাপ্তাহিক কর্মশালা সিরিজের মাধ্যমে এগিয়ে চলছে। অংশগ্রহণকারীদের অনেকের জন্য কর্মশালার বিষয়টি বিদ্যমান সাপ্তাহিক লাইভ রেডিও প্রোগ্রাম সংক্রান্ত অনেক নতুন বিষয়ের পরিচিতির একটি উৎস। এখন, অংশগ্রহণকারীরা বিভিন্ন অডিও উপাদান তৈরিতে একটি বড় ভূমিকা রাখার পাশাপাশি রেডিও যন্ত্রপাতি পরিচালনায়ও ভূমিকা রাখতে পারবে। রাইজিং ভয়েসেসে একটি সাম্প্রতিক ইমেল বার্তার মাধ্যমে সোল দেল কারপিও নামের একজন প্রকল্প সমন্বয়কারী লিখেছেন,
Los participantes de esta experiencia ya han logrado incorporar herramientas para el manejo básico de PC, han disfrutado de redes sociales, aprendieron a compartir sus spots de audio en distintos programas de internet, y ahora se encuentran aprendiendo a utilizar el equipamiento de la radio!
প্রকল্পে অংশগ্রহণকারীরা ইতিমধ্যেই কম্পিউটারের মৌলিক ব্যবহারের জন্য যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা শিখেছে। পাশাপাশি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করার উপায়, বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্মে কিভাবে তাদের তৈরিকৃত অডিও ক্লিপগুলো শেয়ার করতে হয় এবং রেডিও সরঞ্জামগুলোর ব্যবহারও তাঁর শিখেছে!
এছাড়াও, প্রকল্পটিতে অংশগ্রহণকারীদের চিন্তা-ভাবনা সংগ্রহের জন্য এই অডিও পডকাস্টটি রেকর্ড করা হয়েছে, যার মাধ্যমে কর্মশালায় আগত অংশগ্রহণকারীরা কি ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তার ধারণা পাওয়া যাবে। আপনি স্প্যানিশ ভাষার অডিওটির সাবটাইটেল পড়তে পারেন: