- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনের কুইংডাও-এর বিস্ফোরণ বিষয়ে স্থানীয় চীনা প্রচার মাধ্যম নীরব

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, দুর্যোগ, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা

গত ২২শে নভেম্বর, ২০১৩ তারিখে চীনের পুর্বাঞ্চলীয় শহর কুইংডাও এ তেল সরবরাহকারী পাইপ লাইন বিস্ফোরণে কমপক্ষে ৫২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। এ পাইপলাইনটি ছিল চীনের অন্যতম সর্ববৃহৎ রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি সিনোপেক কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন। ঘটনার পর চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভিতে সিনোপেকের চেয়ারম্যান প্রকাশ্য ক্ষমা প্রার্থণা করেন।

কুইংডাও এর স্থানীয় প্রচার মাধ্যম কোন চলমান কভারেজ ছাড়াই পরবর্তী দিন দুর্ঘটনার সংবাদ প্রচার করলেও চীনের সামাজিক প্রচারমাধ্যমে ছবিসহ বিস্ফোরণের খবর ব্যাপকভাবে প্রচারিত হলে সরকার নিয়ন্ত্রিত প্রচারমাধ্যমের নীরবতার বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়।

বাইগু লুনজিন কুইংডাও থেকে প্রকাশিত সকালের দৈনিক পত্রিকার ছবি উইবোতে প্রকাশ করে তার সমালোচনা [1] করেন [ঝ]ঃ

Screenshot from youku

তেল সরবয়ারহকারী লাইনে মর্মান্তিক বিস্ফোরণে কমপক্ষে ৫২ জন নিহত। ইউকু [2]র স্ক্রীনশট

要有多么大的毅力才能够面对47条鲜活的生命,几十户家庭的悲剧——选择性失声!作为媒体人,你们对得起流血的青岛吗?对得起那些无辜的亡灵吗?

ডজন ডজন পরিবারের মর্মান্তিক ক্ষতি আর ৪৭ জনের প্রাণহানির পরেও নিশ্চুপ থাকার জন্যে কত ধৈর্য লাগে! প্রচারমাধ্যম কর্মী হিসেবে বলছি কুইংডাও কি এই রক্তপাতের জন্যে তৈরি? ঐসব নিস্পাপ জীবনের চাইতেও মূল্যবান?

এ ঘটনার কারন অনুসন্ধানের বিপরীতে কুইংডাওএর সরকারী উইবো একাউন্ট “মুখ্য পদাধিকারী” দের মতান্তরের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২৪ নভেম্বরে উইবো একাউন্টের প্রতিবেদন [3] [ঝ]:

今天下午,习近平总书记在青大附属医院黄岛分院,亲切会见参与“11·22”中石化输油管线泄漏引发爆燃事故伤员救治的医护人员,对参与救治的全体医护人员致以衷心感谢和亲切问候。总书记对他们发扬救死扶伤的崇高职业精神给予充分肯定,叮嘱他们劳逸结合,科学调度,再接再厉,夺取最后胜利。

জেনারেল সেক্রেটারী জি জিনপিং আজ দুপুরে সিনোপেক বিস্ফোরণে আহতদের চিকিৎসাকারী হাসপাতালের কর্মচারীদের সাথে দেখা করতে যান। জিনপিং ডাক্তার ও নার্সদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

নেটনাগরিকরা এ প্রতিবেদন নিয়ে উপহাস করেন একজন নেট নাগরিক “সি স্যার” লিখেন [4] [ঝ]:

一起青岛爆燃事件,死伤这么多人,竟被搞成了喜事!!

যেখানে অনেক লোক মারা গিয়েছে এবং আহত হয়েছে সেখানে প্রতিবেদন পড়ে মনে হয় যে মহৎ কাজের জন্যই তারা মারা গেছে!

কুইংডাও এর বাইরের উৎসগুলো এ ট্রাজেডির বিষয়ে সাড়া দিয়েছে, বিস্ফোরণ নিয়ে বেইজিং নিউজ প্রশ্ন তুলেছে [5] [ঝ]ঃ

1 漏油为何轻易进入市政网络? 2、输油管道为何紧邻居民区? 3、#漏油至爆燃,地方政府为何7小时未疏散民众,避免悲剧发生?# 4、漏油发生后,中石化为何未第一时间报告海事部门? 5、中石化10月“安全大检查”,为何未能消除输油管线隐患?

১. পৌর নেটওয়ার্কের মধ্যে কিভাবে এত সহজেই তেল ছড়িয়ে পড়েছে? ২. আবাসিক এলাকার এত কাছে পাইপলাইন কেন? ৩. বিস্ফোরণের পর যখন সাত ঘণ্টা ধরে তেল ছড়িয়ে পড়ছিল তখন স্থানীয় সরকার কেন লোকজনকে সরিয়ে নিতে এবং জীবন বাঁচাতে ব্যর্থ হল? ৪. তেল ছড়িয়ে পড়ার পর দূর্ঘটনার বিষয়ে সিনোপেক কেন মেরিটাইম সেক্টরে সময়মত রিপোর্ট প্রদান করে নি? ৫. গত অক্টোবরে সিনোপেকের “নিরাপত্তা তদন্তের” পরেও কেন তারা এ ট্রাজেডি প্রতিরোধ করতে ব্যর্থ হল?

অনলাইন ব্যক্তিত্ব “প্রিটেন্ডটুবিইন এনওয়াই” লিখেছেন [6] [ঝ]ঃ

这两天许多媒体忙着把灾难事故写成正面报道,让我想起动车事故后第七天,媒体收到禁令不许报道。当天新京报的头条是“七日雨未绝,一天两预警”,前一句暗示头七,后一句暗讽禁令;东方体育日报更是借国足直指“封口封博封不住哀思”。限制会一直存在,但真正有风骨的媒体总能找到办法亮出勇气和良知。

ইদানিং অনেক প্রচার মাধ্যমই দুর্ঘটনার বিষয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করে বিশেষতঃ আমি মনে করিয়ে দিতে চাই  ওয়েনঝো ট্রেন সংঘর্ষের [7] বিষয়টা। দূর্ঘটনার সাত দিন অতিবাহিত হওয়ার পর প্রচার মাধ্যমগুলো যে প্রতিবেদন প্রকাশ করেছিল তা নিষিদ্ধ করা হয়েছিল। ঐ দিন বেইজিং নিউজের শিরোনাম ছিল “ সাতদিনের অব্যাহত বৃষ্টির পর একদিনের জন্য দুটি সতর্কতা”। প্রথমতঃ “সাত” দিয়ে নিহত হওয়ার সাত দিন অতিক্রান্ত বোঝানো হয়েছিল, পরবর্তী শিরোনামের অংশে প্রচারমাধ্যমের নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত প্রদান করা হয়েছে। ওরিয়েন্টাল স্পোর্টস ডেইলি লিখেছিলঃ “আপনারা মুখ বন্ধ করে দিতে পারেন কিন্তু কষ্ট বন্ধ করতে পারবেন না। “নিষেধাজ্ঞা সবসময়ই বহাল ছিল কিন্তু প্রচার মাধ্যম সব সময়েই সাহস ও সচেতনতার প্রকৃত পথ ঠিকই খুঁজে নিয়েছে।

লেখক তিয়ানিউ পরামর্শ [8]দেন [ঝ]ঃ

建议在青岛爆燃遇难者头七的时候,将此日定为全国哀悼日,全国下半旗致哀。不仅是要向遇难者致哀,同时提醒全国的央企要注意生产安全。

আমার প্রস্তাবনা হল নিহতদের স্মরণে জাতীয় পতাকা একদিন অর্ধনমিত রাখা হোক। এতে কেবল নিহতদের প্রতি সমবেদনাই প্রকাশিত হবে না তার সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পণ্য নিরাপত্তাকেও গুরুত্ব প্রদানের কথা স্মরণ করিয়ে দেবে।

এ প্রস্তাবনায় অনেকে মজা করে প্রতিক্রিয়া [8] জানিয়েছেন[ঝ]ঃ

开了此例,旗杆上半截基本就没用了。

এ ঘটনার পর আমরা যদি পতাকা অর্ধনমিত করা শুরু করি তাহলে আমার ধারনা পতাকাদণ্ডের উপরের অংশ এর কোন কাজেই আসবে না।