একটি বাঁধানো বই এর চেয়ে সামান্য বড় একটি স্যাটেলাইট (উপগ্রহ) ব্রডব্যান্ড টার্মিনাল রাস্তাতেও ইন্টারনেট ব্যবহার করা সম্ভব করে তুলেছে। এবং রাইজিং ভয়েসেস এখন ঠিক এমনটিই করতে পারে! আমাদের নতুন থুরাইয়া আইপি + টার্মিনাল টি স্থানীয় ইন্টারনেটের সংযোগ নির্বিশেষে আমাদের প্রয়োজনমত যেকোন জায়গায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছে – যদি আমরাথুরাইয়া এর উপগ্রহের নাগালের মধ্যে থাকতে পারি।
থুরাইয়া গ্লোবাল ভয়েসেসকে এই যন্ত্রসহ এক বছরের বিনামূল্যে সংযোগ দিয়ে পৃষ্ঠপোষকতা করছে, বিশেষ করে রাইজিং ভয়েসেস সম্প্রদায়ের ব্যবহারের জন্য। গত ১৫ নভেম্বর, ২০১৩ তারিখে মরক্কোর মারাকেশে অনলাইন নাগরিক মিডিয়ার সঙ্গে আমাদের যুগান্তকারী কাজের স্বীকৃতি স্বরূপ আইপি + টার্মিনালটি ইউরোভিশনের বার্ষিক সংবাদ বিনিময় সম্মেলনে আমাদের উপহার দেওয়া হয়।
আমরা যে সব সম্প্রদায়ে কাজ করি তেমন অনেক জায়গাতেই ইন্টারনেট সংযোগ পাওয়া একটি বড় সমস্যা। এই ডিভাইসের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের জন্য একটি ব্যাকআপ থাকবে। সাধারণত ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না এমন অনেক জায়গাতেও এখন আমরা সংযোগ পাব। প্রকল্প এবং শিক্ষাদানের সুযোগ তৈরির ক্ষেত্রে এটি সম্ভাবনার একটি সম্পূর্ণ নতুন দ্বার উন্মোচন করবে। সুতরাং আমাদের নতুন আইডিয়া চিন্তা করতে হবে এবং এর পাশাপাশি ইতিমধ্যে আমরা যে সব কাজ করেছি তা সমর্থনের জন্য এটি ব্যবহার করতে হবে।