- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ বুলগেরিয়ার ভবিষ্যৎ দখল করল শিক্ষার্থীরা

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, বুলগেরিয়া, নাগরিক মাধ্যম, মানবাধিকার, রাজনীতি, জিভি অভিব্যক্তি

বুলগেরিয়ান শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষা কার্যক্রম স্থগিত করে তাদের দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান নিয়েছে। [1]তাদের বিদ্রোহটি মূলত: গত জুন থেকে দেশকে নাড়িয়ে দেওয়া [2]বড় ধরণের সরকার বিরোধী বিক্ষোভেরই অংশ। ব্যাপক দারিদ্র্য ও দুর্নীতির কারণে সরকারের পদত্যাগ দাবী করে বিক্ষোভটি শুরু হয়েছে। এই শুক্রবারের জিভি অভিব্যক্তিতে আমরা আমাদের মধ্য ও পূর্ব ইউরোপীয় সম্পাদক দানিসা রাদিসিচ (@নিকিবিজিডি [3]) এবং বুলগেরিয় লেখক রায়না এসটি [4](মালিসিয়ারুজ [5]), নেভেনা বরিসভা এবং রুসলান ত্রাদ (@রুস্লানত্রাদ [6]) এর সাথে বুলগেরিয়ার এই প্রতিবাদের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেছি।

সর্বশেষ স্বতঃস্ফূর্ত পেশার আয়োজকরা অঙ্গীকার করেছেন, তারা দেশে কোনো রাজনৈতিক শক্তি দিয়ে হস্তক্ষেপ করতে চান না। রাজধানী সোফিয়ার প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তম বক্তৃতা হলটি যখন অযোগ্য ছাত্রদের একটি দল দখল করে নিল তখন তাঁরা এই অবরোধ শুরু করেন।

বছরের শুরু থেকে স্ব – উৎসর্গের একটি চলমান ধারার মাধ্যমে অনেক বুলগেরিয়দেরই হতাশা ফুটে উঠেছে। কমপক্ষে নয় জন লোক পুড়ে মরার জন্য নিজেরাই তাঁদের দেহে অগ্নি সংযোগ করেছেন। [7]

১০ নভেম্বর তারিখে, হাজার হাজার বুলগেরিয় জনগণ সরকার বিরোধী বিক্ষোভের ১৫০ তম দিন চিহ্নিত করতে রাস্তায় নেমে আসেন এবং সংসদ ভবন অতিক্রম করার সময় [8]“মাফিয়া”, “পদত্যাগ কর” এবং “তোমাদের জন্য লজ্জা” বলে স্লোগান দিতে থাকেন।

অংশগ্রহণকারীদের পরিচিতি:

প্যারিস ডেসক্রেটেস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণা সহযোগী রায়না [4]একজন স্বঘোষিত গুরু এবং ডিআইওয়াই বায়োহ্যাকার [9], যিনি বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন করার জন্য কাজ করছেন। এছাড়াও তিনি গ্লোবাল ভয়েসেস বুলগেরিয়ান, বায়োইনফো-ফ্রান্স ডট নেটের সম্পাদক এবং ওপেন নলেজ ফাউন্ডেশনের ফরাসি অধ্যায়ের একজন বোর্ড সদস্য।

রুসলান [10] হচ্ছেন একজন সিরিয়ার-বুলগেরিয়ান ব্লগার। তিনি @আরবসংস্কৃতি’র প্রতিষ্ঠাতা এবং গ্লোবাল ভয়েসেস বুলগেরিয়ান লিঙ্গুয়ার সহ প্রতিষ্ঠাতা।

সোফিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন নেভেনা [11]এবং দ্বিতীয় বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম হিসাবে এখন সমাজবিদ্যায় পড়াশোনা করছেন। তিনি দুই বছর ধরে বুলগেরিয়ান তথ্য এজেন্সীতে আন্তর্জাতিক সংবাদ সম্পাদক হিসেবে এবং আরও দুই বছর বুলগেরিয়ান জাতীয় টেলিভিশনে সম্পাদক এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে সাহিত্য, সিনেমা ও ভিজুয়াল সংস্কৃতি এবং মানব সম্পদ উন্নয়নের উপর দুটি মাস্টার্স ডিগ্রী করছেন।

ডানিকা [12] আমাদের মধ্য এবং পূর্ব ইউরোপের সম্পাদক। তিনি অনর্গল সার্বিয়ান, ইংরেজি এবং পর্তুগিজ ভাষায় কথা বলতে পারেন। তিনি একজন স্থানীয় সার্বিয়ান। আইবেরিয়ান উপদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তাঁর কিছু সময় কেটেছে।