এই সপ্তাহে বাসিম ইউসুফ কাহিনীর আরও একটি পর্ব দেখা গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, এটা টিভি, ইউ টিউব বা অন্য কোন বৈধ সম্প্রচারে দেখানো হয়নি। প্রকৃতপক্ষে, লেখক এবং তার প্রোডাকশন অংশীদার কিউসফট তাদের স্বীকৃত ফেসবুক পাতায় ঘোষণা দিয়েছেন, তারা প্রোগ্রামটির পৃষ্ঠপোষক চ্যানেল সিবিসি’র সঙ্গে তাদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই মাসের শুরুর দিকে, সিবিসি এই জনপ্রিয় টিভি শো টি স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই অভিযোগে যে তৃতীয় মৌসুমের প্রথম পর্বের বিষয়বস্তুর মাধ্যমে সিবিসি’র সঙ্গে করা চুক্তির “লঙ্ঘন” হয়েছে। এই অনুষ্ঠানটি দেখার জন্য প্রতি সপ্তাহে আরব বিশ্বের প্রায় ৩ কোটি দর্শক অপেক্ষা করে থাকেন।
লেখক এবং কৌতুকাভিনেতা খালিদ মন্সুর (তিনি শো টিতে বিশ্ব বিখ্যাত “গামাহির” চরিত্রের রুপদানকারী) সংক্ষিপ্ত এবং বিদ্রূপাত্মক ছবি টুইট করেছেন:
The lesson is over, stupid. #Egypt#مصرpic.twitter.com/bLMrjtS973
— Khalid Mansour (@KhalidMans) November 17, 2013
শিক্ষা দেওয়া হয়ে গেছে, নির্বোধ। #মিশর
খবরটি আরও বেশি বা কম প্রত্যাশিত ছিল এবং কিছু লোকের জন্য এটা এমনকি আশার একটি কারণ ছিল। তাদের মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক আহমদ আবদাল্লাহ। তিনি [আরবী] টুইট করেছেন:
اتمنى لو #باسم_يوسف فعلا فسخ عقد cbc انه اول مايتم الفسخ قانونا يعرض الحلقة الموقوفة ع يوتيوب؟ ويخليها Creative commons فالقنوات تذيعها؟
— Ahmad Abdalla (@ahmada2) November 17, 2013
আমি আশা করব, যদি বাসিম ইউসুফ সিবিসি’র সঙ্গে তার চুক্তি বাতিল করেন তবে তিনি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ইউ টিউবে নিষিদ্ধ পর্বটি পোস্ট করবেন, যাতে চ্যানেলগুলো সেটা দেখাতে পারে।
লেখক বাসিম সাব্রি এখনও আশাবাদী:
I really hope this is the beginning of an era for Bassem Youssef rather than an end of one. He can pull it off.
— Bassem Sabry باسم (@Bassem_Sabry) November 17, 2013
সত্যিই আমি আশা করি শেষ হয়ে যাওয়ার বদলে বাসিম ইউসুফের জন্য একটি নতুন যুগের সূচনা। তিনি এটা অতিক্রম করতে পারেন।
[আরবী ভাষায়] # واحشنا _ يا _ باسم #বাসিম,আমরাতোমাকেমিসকরি হ্যাশট্যাগটি শীঘ্রই ইউসুফকে পুনরায় দেখতে পাওয়ার ব্যাপারে মিশরীয় টুইটার কারীদের ইচ্ছা প্রকাশ করছে। জনপ্রিয় রাস্তা শিল্পী কাইজার বাসিমকে তার একটি চিত্রকলা উৎসর্গ করেছেন। এই মৌসুমের শুরুতে শুধুমাত্র একবার প্রচার হওয়া সত্বেও তার জনপ্রিয়তা যে এখনও খুব বেশী, এটা দ্বারা যেন সেটিই প্রমানিত হয়েছে।