বাংলার ষড়ঋতুর পালাবদলে এখন হেমন্তকাল। এ সময়ে আকাশ সাজে নানা রূপে। কখনো নীলচে সাদা, কখনোবা গায়ে সন্ধ্যার সোনারঙ মাখে। আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। বাতাসে, রোদ্দুরে কেমন যেন একটা মিষ্টি ভাব লেগে থাকে সারাক্ষণ। হেমন্তের এই অপরূপ রূপ আজকে (১৭ নভেম্বর ২০১৩) যেন একটু বেশিই ছড়িয়ে পড়েছিল ঢাকার আকাশে। ঢাকার হেমন্তের আকাশের এই রূপ নেটিজেনরা তুলে ধরলেন ফেসবুকে, টুইটারে। এমনকি সংবাদপত্রও বাদ যায়নি।
সবার ফেসবুকে আকাশের ছবি দেখে সাংবাদিক ও ব্লগার সিমু নাসের (@simunaser) লিখেছেন:
বাপরে, নিউজফিড দেখে মনে হচ্ছে আজকাল সবাই কাজ কাম ফেলে আকাশের দিকেই তাকিয়ে থাকে। এটা ভালো।
— Simu Naser (@simunaser) November 17, 2013
তরঙ্গ বলেন:
আকাশ দেখে মুগ্ধ হয়েছিলাম বিকেলে, নীল সাদার সুষম কম্বিনেশন পুরো আকাশ জুড়ে। এখন দেখি ব্যাপারটা অনেকেই দেখছে,#ঢাকাস্কাই হ্যাশট্যাগও দেখলাম
— Torongo M (@ttorongo) November 17, 2013
শফিউল আলম সেই দিনের চাঁদ নিয়েও মুগ্ধ:
দিনের বেলায় জিরাম এট্টা আকাশ ছিল, এখন সিরাম এট্টা চাঁদ উঠছে।
— Shafiul Alam (@shafiulnub) November 17, 2013
আতিফ শফি গোধুলীর ছবি টুইট করেছেন:
The beautiful #sky today at #sunset #cloud #skyviewers #dream_sunset #lifeisgood #godhuli @ Dhaka | ঢাকা http://t.co/2lXbtcz3CW
— Atif M Safi (@Atif_Safi) November 17, 2013
আজকে ঢাকার আকাশকে চমৎকার লাগছে।
অন্যেরা টুইটারে আকাশের ছবি দিয়েছেন:
#Dhaka landscape #Bangladesh pic.twitter.com/yPvGOjxUME
— Ahmede Hussain (@ahmedehussain) November 17, 2013
ঢাকার দিগন্তরেখা। বাংলাদেশ।
Bird of prey… Dhaka Sky #dhakasky (at Nitol-Niloy Tower) [pic] — https://t.co/2ewwpn7CvN
— Simon Templer (@thewickedsaint) November 17, 2013
শিকারি পাখি… ঢাকার আকাশ। নিটল-নিলয় টাওয়ার থেকে।
ফেসবুকে অনেকেই ঢাকার আকাশের ছবি আপলোড করেছেন। গ্লোবাল ভয়েসেস তাদের অনুমতি নিয়ে কিছু ছবি প্রকাশ করছে।
ইউটিউবে অভি জিবরান আকাশের একটি ভিডিও তুলে দিয়েছেন:
1 টি মন্তব্য