ছবি: নেটিজেনরা তুলে ধরলেন হেমন্তের আকাশের রূপ

আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। আপন মনে উড়ে চলছে একটি পাখি। ঢাকার বেইলি রোডে তোলা।

আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। আপন মনে উড়ে চলছে পাখি। ছবি তুলেছেন আশরাফুল আলম। বেইলি রোড, ঢাকা।

বাংলার ষড়ঋতুর পালাবদলে এখন হেমন্তকাল। এ সময়ে আকাশ সাজে নানা রূপে। কখনো নীলচে সাদা, কখনোবা গায়ে সন্ধ্যার সোনারঙ মাখে। আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। বাতাসে, রোদ্দুরে কেমন যেন একটা মিষ্টি ভাব লেগে থাকে সারাক্ষণ। হেমন্তের এই অপরূপ রূপ আজকে (১৭ নভেম্বর ২০১৩) যেন একটু বেশিই ছড়িয়ে পড়েছিল ঢাকার আকাশে। ঢাকার হেমন্তের আকাশের এই রূপ নেটিজেনরা তুলে ধরলেন ফেসবুকে, টুইটারে। এমনকি সংবাদপত্রও বাদ যায়নি

সবার ফেসবুকে আকাশের ছবি দেখে সাংবাদিক ও ব্লগার সিমু নাসের (@simunaser) লিখেছেন:

তরঙ্গ বলেন:

শফিউল আলম সেই দিনের চাঁদ নিয়েও মুগ্ধ:

আতিফ শফি গোধুলীর ছবি টুইট করেছেন:

আজকে ঢাকার আকাশকে চমৎকার লাগছে।

অন্যেরা টুইটারে আকাশের ছবি দিয়েছেন:

ঢাকার দিগন্তরেখা। বাংলাদেশ।

শিকারি পাখি… ঢাকার আকাশ। নিটল-নিলয় টাওয়ার থেকে।

ফেসবুকে অনেকেই ঢাকার আকাশের ছবি আপলোড করেছেন। গ্লোবাল ভয়েসেস তাদের অনুমতি নিয়ে কিছু ছবি প্রকাশ করছে।

ঘুড়ি ওড়ানোর উপযোগী চমত্কার কুমুলোনিম্বাস মেঘ। ছবি তুলেছেন তন্ময় কৈরী। ধানমন্ডি, ঢাকা।

ঘুড়ি ওড়ানোর উপযোগী চমত্কার কুমুলোনিম্বাস মেঘ। ছবি তুলেছেন তন্ময় কৈরী। ধানমন্ডি, ঢাকা।

আকাশের ঠিকানা! ছবি তুলেছেন আহমেদুর রশীদ টুটুল।

আকাশের ঠিকানা! ছবি তুলেছেন আহমেদুর রশীদ টুটুল।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। ছবি তুলেছেন সুরঞ্জনা হক।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। ছবি তুলেছেন সুরঞ্জনা হক।

গোধূলী রং লেগেছে আকাশের গায়ে। ছবি তুলেছেন হাসান আহমেদ খান। মিরপুর, ঢাকা।

গোধূলী রং লেগেছে আকাশের গায়ে। ছবি তুলেছেন হাসান আহমেদ খান। মিরপুর, ঢাকা।


নানা রঙে সেজেছে আকাশ আজ! ছবি তুলেছেন মঞ্জু আহমেদ।

নানা রঙে সেজেছে আকাশ আজ! ছবি তুলেছেন মঞ্জু আহমেদ। মোহাম্মদপুর, ঢাকা।

ইউটিউবে অভি জিবরান আকাশের একটি ভিডিও তুলে দিয়েছেন:

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .