- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রতীকী ভোটের বিস্ময়কর ফলাফলকে সমর্থন জানাল চিলির প্রবাসীরা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, চিলি, ডিজিটাল অ্যাক্টিভিজম, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, নির্বাচন

দেশের বাইরে থাকা চিলির অধিবাসীদের দেয়া ভোটের [1]ফলাফল এসে গেছে। যদিও চিলির আইন দেশের বাইরে থাকা অবস্থায় ভোট প্রদানের অনুমতি দেয় না, তথাপি একটি অনলাইন মঞ্চ “ভোটো সিউদাদানোর [2]” [স্প্যানিশ, নাগরিক ভোট] মাধ্যমে প্রবাসীরা একটি প্রতীকী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

চিলির [3] জনমত যাচাইকারীদের দেয়া পূর্বাভাষের [4] সাথে ফলাফলের একটি আকস্মিক পার্থক্য দেখা যায়। সেখানে নুয়েভা মেয়রিয়ার [নতুন সংখ্যালঘিষ্ঠ] বামপন্থী [5]প্রার্থী মিশেল বাশেলেট [6]কে বিজয়ী হিসেবে এবং আলিয়ানজা [আলিয়ান্স] জোটের [7] ডানপন্থী প্রার্থী ইভিলিন মাথেই [8]কে দ্বিতীয় অবস্থানে দেখানো হয়েছে।

তথাপি, এই ফলাফল অনুযায়ী একটি রান-অফ নির্বাচনে মিশেল বাশেলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন পারটিডো হিউমানিস্টা [হিউম্যানিস্ট পার্টি] [9] থেকে মনোনীত প্রার্থী মারশেল ক্লাউডি [10]র সাথে।

@এলকুইনটোপোডারের [12]মাধ্যমে ফলাফল #ভোটোএক্সটেরিওর [11]

এল কুইটো পোডার টুইটারে এই প্রতীকী ভোটকে একটি ব্যাপক জনসমাবেশ হিসেবে বর্ণনা করেছেনঃ

#ভোটোএক্সটেরিওরে [11] ১২ হাজার ৪ শত ৮৬ ভোট পরেছে এবং সারা বিশ্বের ১০৫ টি দেশ থেকে ভোটাররা এতে অংশগ্রহণ করেছেন। 

যেসব দেশ থেকে ভোট গ্রহণ করা হয়েছে, সেসব দেশকে এই মানচিত্রটিতে দেখানো হয়েছেঃ 

যেসব দেশ থেকে বেশীরভাগ ভোট এসেছে #ভোটোএক্সটেরিওর [11]মাধ্যম @এলকুইনটোপোডার

এগুলো হল প্রতীকী নির্বাচন সম্পর্কে টুইটারে দেয়া কিছু প্রতিক্রিয়াঃ

দেশের বাইরে থেকে শতকরা কতো শতাংশ ভোট আসতে পারে, তা আমি কখনো অনুমান করিনি। এখানে ফলাফল দেয়া আছে। 

যদিও এটি একটি প্রতীকী নির্বাচন ছিল, তারপরও এটিও বেশ উত্তেজনাপূর্ণ। 

#ভোটোসিউদাদানো [25]কে [নাগরিক ভোট] ধন্যবাদ। আমি মেক্সিকো থেকে আজ ভোট দিতে পেরেছি। ভালো উদ্যোগ! দেশের বাইরে থেকে ভোট দেয়ার অনুমতির জন্য আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। 

আপনারা জানেন দেশের বাইরেও লোকজন বাস করে! এটি শোচনীয়ভাবে খারাপ একটি বিষয় যে এই ভোটগুলো অনুমোদিত নয়:/ 

দেশের বাইরে থেকে দেয়া ভোট এবং এর ফলাফল সম্পর্কে ভোটো সিউদাদানোর [স্প্যানিশ] [29] ওয়েবসাইটে আপনি আরো বিস্তারিত জানতে পাবেন।