ইয়েমেনের সামাজিক মিডিয়াতে একটি নতুন গানের ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেটি এখন পর্যন্ত এক সপ্তাহেই ত্রিশ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
সঙ্গীতের এই স্বরলিপিটি পাশ্চাত্য সঙ্গীতের “মসৃণ অপরাধী” গানের একটি সৃজনশীল মিশ্রণ, যা অউদ নামের মধ্যপ্রাচ্যের একটি তন্তুর তৈরি বাদ্যযন্ত্র দিয়ে বাজানো হয়েছে। আহমেদ আলশাইবা নামের একজন গানটি গেয়েছেন এবং তা ইউটিউবে পোস্ট করেছেন। ইয়মেনের অনেক প্রতিভাশালী সঙ্গীত শিল্পীদের মাঝে তিনি একজন, যিনি এটি তাঁর ফেসবুকেও পোস্ট করেছেন:
As a Huge fan of Michael Jackson, Here you go, my “Oud version” cover for Smooth Criminal .. hope you like it !
أنا كمحب لمايكل جاكسون أحببت أن اعزف نسختي الخاصه لأحد اغانيه بالعود ,, اتمنى ان تعجبكم
http://youtu.be/_FwJqYcCcMU
মাইকেল জ্যাকসন এর একজন বড় ভক্ত হিসাবে, এখানে আপনি মসৃণ অপরাধী’র আমার করা “অউদ সংস্করণ” পাবেন .. আশা করছি এটা আপনার পছন্দ হবে!
সঙ্গীত প্রেমী এবং মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য এই ভিডিওটি অপ্রত্যাশিতই ছিল। টুইটার প্রতিক্রিয়ার কিছু অংশ এখানে রয়েছে:
Yemen has got a male version of Lindsey Stirling….Smooth Criminal. Or should I say #Oud Criminal. http://t.co/RrTqtqh5tI
— GiftofLove Light (@DesertRose_26) November 1, 2013
ইয়েমেন লিন্ডসে স্টারলিঙ্গের একটি পুরুষ সংস্করণ পেয়ে গেছে …. মসৃণ অপরাধী। অথবা আমার #অউদ অপরাধী বলা উচিত।
Super cool! Michael Jackson's “Smooth Criminal” rendition in Oud by #Yemen-i #Artist Ahmed Alshaiba: http://t.co/KZzAZrXmU7”
— Nawal Al-maghafi (@Nawalf) November 9, 2013
অসাধারণ! #ইয়মেনি #শিল্পী আহমেদ আলশাইবা অউদ দিয়ে মাইকেল জ্যাকসনের “মসৃণ অপরাধী” গানটি গেয়েছেন।
Mind-blowing! can't stop listening to Michael Jackson's Smooth Criminal Oud cover by #Yemen-i #Artist Ahmed Alshaiba http://t.co/gdlNnI0gtX
— Arwa Alhubaishi (@Arwa_AKH) November 11, 2013
মনটা নাচছে! #ইয়মেনি #শিল্পী আহমেদ আলশাইবার গাওয়া মাইকেল জ্যাকসনের “মসৃণ অপরাধী” গানটির অউদ সংস্করণ শোনা বন্ধ করতে পারছি না।